স্পোর্টস ডেস্ক , ১৩ জুন:- করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। আফ্রিদি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল। আমার শরীর ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না। তাই (কোভিড-১৯) পরীক্ষা করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল এসেছে পজিটিভ, আমি কোভিড পজিটিভ। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’উল্লেখ্য এর আগে পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমরের করোনা হয়েছিল। তিনি সেরেও উঠেছেন সম্প্রতি। এ বার কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে প্রাক্তন অলরাউন্ডারের। করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় মানুষদের শুরু থেকেই সাহায্য করে আসছিলেন আফ্রিদি। মানুষের সহায়তার জন্য আফ্রিদি ফাউন্ডেশন নামের একটি দাতব্য সংস্থাও গড়ে তুলেছেন তিনি। এই সংস্থাটির পক্ষ থেকে দরিদ্র মানুষদের জরুরি জিনিসপত্রও সরবরাহ করা হচ্ছে প্রতিনিয়ত।
শুধু তাই নয়, পাকিস্তানে করোনা রোগীদের সেবায় আইসোলেশন ওয়ার্ডও তৈরি করেছে আফ্রিদির এই সংস্থা। কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সকলকে উদবুব্ধ করেন আফ্রিদি। তিনি লিখেছিলেন, ‘মহামারী কোভিড-১৯ এর কারণে চলমান সংকটে আমাদের সবার দায়িত্ব একে অপরকে সাহায্য করা এবং অসহায়দের নিয়ে ভাবা। সচেতনতা সৃষ্টি, সতর্কতামূলক তথ্য দেয়ার মাধ্যমে কোভিড-১৯’র বিরুদ্ধে লড়াই করতে আমরা কাজ করে যাচ্ছি।’ ৪০ বছর বয়সি আফ্রিদি পাকিস্তানের হয়ে খেলেছেন ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি-টোয়েন্টি। লেগস্পিনার হিসেবে নিয়েছেন যথাক্রমে ৪৮, ৩৯৫ ও ৯৮ উইকেট। টেস্ট ও এক দিনের ক্রিকেট মিলিয়ে মোট ১০ বার পাঁচ উইকেট নিয়েছেন। আর ব্যাটে করেছেন যথাক্রমে ১৭১৬, ৮০৬৪ ও ১৪১৬ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ১১ সেঞ্চুরি রয়েছে তাঁর। ১৯৯৬ সালে অভিষেক হয়েছিল তাঁর।