এই মুহূর্তে জেলা

রুরাল পুলিশ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে ৩২ তম মাসিক পথ নিরপত্তা পালিত হল।

হুগলি , ৫ ফেব্রুয়ারি:- হুগলি জেলা রুরাল পুলিশ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে ৩২ তম মাসিক পথ নিরপত্তা পালিত হল। ব্যান্ড বাজিয়ে ট্যাবলো সহকারে সিঙ্গুর থানা থেকে পদযাত্রা শুরু হয়ে কামারকুণ্ডু জেলা রুরাল পুলিশ সুপার অফিস পর্যন্ত যায় পদযাত্রা। উপস্থিত ছিলেন জেলা রুরাল পুলিশ সুপার আমনদীপ, অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র, সিঙ্গুর ব্লক আধিকারিক পার্থ চট্টোপাধ্যায়, সিঙ্গুর ব্লক স্বাস্হ্য আধিকারিক ডা: কৌস্তভ ঘোষ, সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ অর্ণব গাঙ্গুলি সহ অনান্য পুলিশ আধিকারিকরা। পদযাত্রা শেষে পুলিশ সুপার অফিসের পাশে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীল সাদা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা রুরাল পুলিশ সুপার আমনদীপ।

গত একবছরে সিঙ্গুর থানার পুলিশ কর্মী ও সিভিক পুলিশদের ভালো কাজ করার জন্য পুরস্কার প্রদান করেন রুরাল পুলিশ সুপার। অনুষ্ঠানের শেষ পর্ষায়ে পথ নিরাপত্তা সচেতনতার পথনাটিকা পরিবেশন করা হয়। পুলিশ সুপার জানিয়েছেন,’সেভ ড্রাইভ সেভ লাইফ’ এর মাধ্যমে পথচলতি জনসাধারণ সহ গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ফলে গতবছরের তুলনায় 50% দূর্ঘটনা কমেছে। পাশাপাশি ২০১৮ সালে দূর্ঘটনা চিহ্নিত এলাকা ছিল ৭৬ টি। কিন্তু ২০১৯ সালে সেটা কমে ৩২ টি হয়েছে। আশাকরা যায় ২০২০ সালে রাস্তায় দূর্ঘটনা ও দূর্ঘটনা চিহ্নিত এলাকা আরো কমে যাবো। লক্ষ্য রয়েছে এই পথ নিরাপত্তা জনসচেতনতার প্রচারের মাধ্যমে আগামীদিনে জেলায় দূর্ঘটনা আরো কমে যাবে।