এই মুহূর্তে খেলাধুলা

রোনাল্ডোর পেনাল্টি মিস , তবুও ফাইনালে জুভেন্টাস।

স্পোর্টস ডেস্ক , ১৩ জুন:- দীর্ঘ ৯৫ দিন পর ফিরেছে ইতালিয়ান ফুটবল। আর ফেরার দিনটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জন্য মোটেও সুখকর হল না। কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগ দিয়ে ফেরা ইতালিয়ান ফুটবলে রোনাল্ডোর শুরুটা হয়েছে পেনাল্টি মিসে। তবে রোনাল্ডো পেনাল্টি মিস করলেও বিপদ হয়নি জুভেন্টাসের। তারা ঠিকই উঠে গেছে কোপা ইতালির ফাইনালে। এসি মিলানের বিপক্ষে গোল শূন্য ড্রয়ের এই ম্যাচে গোলের সুবর্ন সুযোগ পেয়েছিল জুভেন্টাস। ম্যাচের শুরুতেই এসি মিলান ফুলব্যাক আন্দ্রে কন্তির হ্যান্ডবল হলে পেনাল্টি পায় জুভেন্টাস। স্বাভাবিক ভাবেই পেনাল্টি নিতে আসেন রোনাল্ডো । কিন্তু তার নেয়া পেনাল্টি কিক ফিরে আসে পোস্টে লেগে।

ফিরে আসা বলেই যখন এসি মিলানের এক তারকা বিপদমুক্ত করার জন্য জোরে মারেন, তখন জুভেন্টাসের দানিলো বল দখলের জন্য সামনের দিক থেকে ছুটে আসেন। কিন্তু বলের দখল নিতে গিয়ে দানিলোকে সরাসরি কংফু স্টাইলে কিক মেরে বসেন এসি মিলানের অ্যান্তে রিবিক। ফলে লাল কার্ড দেখেন তিনি। তবে ১০ জনের এসি মিলান ম্যাচের বাকিটা সময়ে কোন গোল হজম না করলেও কোন গোল করতেও পারেনি। যার কারণে এসি মিলানের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগের ফলাফলের উপর ভিত্তি করে ফাইনালে উঠে গেছে জুভেন্টাস। প্রথম লেগটি ১-১ গোলে ড্র হয়েছিল। এসি মিলানের মাঠে গোল করার সুবাধে ফাইনালে উঠল রোনাল্ডোরা।