কলকাতা , ১২ জুন:- দক্ষিণ-পশ্চিম মন্সুন অর্থাৎ বর্ষা আজ 12 ই জুন নির্ধারিত সময়েই পশ্চিমবঙ্গে প্রবেশ করলো পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই উত্তর দক্ষিণ 24 পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশের বর্ষা আজ প্রবেশ করেছে। এই মুহূর্তে যে কন্ডিশন সেটা তার ফলে আগামী 48 ঘণ্টায় পশ্চিমবঙ্গের যেটুকু বাকি আছে সেটা তেও বর্ষার বৃষ্টি শুরু হবে । আজকে প্রবেশ করার পর থেকে এখন যা কন্ডিশন তাতে আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উপকূলবর্তী দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি একটু বেশি হবে উত্তরবঙ্গে জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ওপরের যে পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জায়গায় ভারী বৃষ্টি এবং দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেহেতু উপকূলে নিম্নচাপ অবস্থান করছে ফলে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের আগামী 24 ঘণ্টায় উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এই খবর পাওয়া গেছে।
Related Articles
ভক্তদের সামাল দিতে সাগরে কড়া নজরদারি।
দ:২৪পরগনা,১৩ জানুয়ারি:- সাগরে কোনরকম বিপদ না ঘটে সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। একদিকে যেমন সিভিল ডিফেন্সের কর্মীদের নিযুক্ত করা হয়েছে তেমনি প্রচুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত করা হয়েছে সমুদ্রতটে। এর পাশাপাশি সমুদ্রে সর্বদা এন ডি আর এফ ও নৌসেনা টহলদারি চালাচ্ছে যাতে সমুদ্র স্নানে নেমে পুন্যারথিরা বিপদের […]
আশি শতাংশ মিডিয়াই বিক্রি হয়ে গেছে, এবার তীব্র আক্রমণ মনোজের।
হাওড়া, ২ জানুয়ারি:- আশি শতাংশ মিডিয়াই বিক্রি হয়ে গেছে, ইমেজ খারাপ করে দেওয়ার চেষ্টা করছে। এবার মিডিয়াকে তীব্র আক্রমণ মনোজের। হাওড়ায় দাসনগরে গতকাল এক অনুষ্ঠানে এসে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সরাসরি মিডিয়াকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, আশি শতাংশ মিডিয়া বিক্রি হয়ে গেছে। তারা ভালো কাজ দেখায় না। সব সময় ভিলেন বানানো বা নেগেটিভ […]
বিরোধীরা শক্তিশালী না হলে সেই খেলায় মজা নেই , মনোনয়ন জমা দিয়ে বললেন অরূপ রায়।
হাওড়া , ১৭ মার্চ:- শক্তিশালী বিরোধী না হলে সেই খেলায় মজা নেই। মনোনয়ন জমা দিয়ে বললেন অরূপ রায়। বুধবার দুপুরে হাওড়ায় ওল্ড কালেন্টরেট বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের অরূপ রায় বলেন, “আমরা চাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। যদি বিরোধীরা শক্তিশালীই না হয়, তাহলে খেলার মজা কোথায় ? মজা নেই। আমরা নির্বাচনে কখনও ওয়াকওভার নিতে চাই না। আমরা […]







