এই মুহূর্তে জেলা

আদিবাসী পরীক্ষার্থীদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ আরামবাগে।

আরামবাগঃ, ২৭ সেপ্টেম্বর:- আদিবাসী পরীক্ষার্থীদের মারধরের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবী তুলে আরামবাগ থানায় ব্যাপক বিক্ষোভ আদীবাসীদের। স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার কনস্টেবল পরিক্ষা দিয়ে ফেরার পথে আরামবাগ স্টেশন এলাকায় কয়েকজন আদিবাসী যুবকের সাথে টোটোচালকদের বচসাকে কেন্দ্রকরে উত্তপ্ত হয় আরামবাগ স্টেশন এলাকা। আদিবাসী পরীক্ষার্থীদের মারধরের প্রতিবাদে এদিন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তীর ধনুক নিয়ে আরামবাগ স্টেশন এলাকা ও থানায় ব্যাপক বিক্ষোভ দেখায়।

আরামবাগের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বল্লম তীর ধনুক নিয়ে ক্ষোভ দেখায়। অপরদিকে এই ঘটনার জেরে আরামবাগ টোটো ইউনিয়নের পক্ষ থেকেও শহরজুড়ে টোটো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার জেরে তীব্র উত্তেজনা আরামবাগ শহর জুড়ে। পাশাপাশি টোটো পরিষেবা বন্ধ করে দেওয়ায় নাকাল স্বাধারন মানুষ টোটোচালকদের পালটা দাবী, ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করছে আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ।। টোটোয় যাত্রী তোলা নিয়ে মারধর করার চেষ্টাও করা হয়েছে বলে দাবী তুলেছেন টোটোচালকরা। পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেয়।তারপর শেষ খবর পাওয়া পযন্ত পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ ও টোটো চলাচল স্বাভাবিক হয়।