স্পোর্টস ডেস্ক, ১০ জুন:- বৃহস্পতিবার রাতে ইউরোপের দ্বিতীয় দেশে ফুটবলযজ্ঞ শুরু হতে চলেছে। সেভিয়া বনাম রিয়াল বেতিস ম্যাচ দিয়ে স্প্যানিশ লা-লিগায় বন্ধ দরজা খুলতে চলেছে। ভারতীয় সময় রাত ১.৩০ মিনিটে এই ম্যাচ দেখা যাবে। এর আগে জামার্নির বুন্দেসলিগা ও দক্ষিণ কোরিয়ার কে লিগে ঢাকে কাঠি পড়েছে। কোভিড পরবর্তী সময় তৃতীয় লিগ হিসেবে এবার লা-লিগা শুরুর অপেক্ষা। এরপর ভারতীয় সময় রবিবার ভোররাত ১.৩০ মিনিটে মাঠে নামবে বার্সেলোনা। সেই ম্যাচ ঘিরে ফ্যানেদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। ফুটবলকে কেন্দ্র করে স্পেনে এখন অবশ্য ছবিটা পাল্টেছে। করোনা উদ্বেগ কাটিয়ে সেদেশে এখন ফুটবল যুদ্ধের দামামা বেজে গিয়েছে। রাস্তায় রাস্তায় দেশের বিশেষ বিশেষ অঞ্চলে দড়ি বেঁধে ফুটবল ক্লাবের জার্সিতে সৌন্দায়ন করা হয়েছে।
করোনা পরবর্তী সময় বার্সার জার্সিতে চোটের কারণে লিওনেল মেসির মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
চোট সারিয়ে মেসি এখন পুরোপুরি সুস্থ। দলের সূত্রে জানা গিয়েছে মালোরকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই অধিনায়ক মেসিকে পাচ্ছে বার্সা। অন্যদিকে দীর্ঘ বিশ্রামের পর মাঠে নামবেন মেসি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংকটের কারণে মার্চ থেকে ফুটবল বন্ধ। ফলে গৃহবন্দি হয়ে অনেকটা সময় কাটিয়েছেন মেসি। দীর্ঘ এই বিশ্রামের পর মাঠে ফিরে মেসি আরও ভয়ংকর ও ক্ষুদার্থ থাকবেন বলে জানিয়েছেন লিওর বার্সা সতীর্থ সেন্টার ব্যাক ফুটবলার লরেন্ট লেঙ্গেল্ট।