এই মুহূর্তে কলকাতা

লক্ষ্মীবারে সচল হচ্ছে টলিপাড়া! শর্তসাপেক্ষে শুটিং।

এন্টারটেনমেন্ট ডেস্ক, ১০ জুন:- আশঙ্কার অবসান। আগামীকাল বৃহস্পতিবার থেকে টালিগঞ্জে শুরু হচ্ছে ধারাবাহিকের শুটিং। আজকে মন্ত্রী অরূপ বিশ্বাসের অফিসে আর্টিস্ট ফোরাম, প্রডিউসারস গিল্ড, ইম্পা-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়। সেই বৈঠকেই কাল থেকে শুটিং শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। লকডাউন এর জেরে ৮৩ দিন কাজ বন্ধ থাকার পরে আগামীকাল থেকে টলিউডে পুনরায় বিভিন্ন টেলি ধারাবাহিকের শুটিং শুরু হতে চলেছে। মন্ত্রী অরূপ বিশ্বাস এর পৌরহিত্যে আজ আর্টিস্ট ফোরাম, প্রডিউসারস  গিল্ড, ইম্পা এবং চ্যানেল ব্রডকাস্টার সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে গত দুদিন ধরে চলা জটিলতা নিয়ে দীর্ঘক্ষন আলোচনা হয়।অবশেষে কাটে শুটিং সমস্যার জট। কাল থেকেই শুরু হচ্ছে বাংলা সিরিয়ালের শুটিং। মন্ত্রী অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় শুটিং শুরু করতে রাজি হয়েছে আর্টিস্ট ফোরামও। বিজয়গড় অঞ্চলে তাঁর অফিস টালিগঞ্জ উন্নয়ন পরিষদে বুধবার প্রায় দু’ দফায় বৈঠক হয়। বৈঠক শেষে অরূপ বিশ্বাস জানান,

‘এসওপি তৈরি হয়ে গিয়েছে। আমাদের ৪টে অর্গানাইজেশন। কিছু সমস্যা ছিল। কাটিয়ে উঠেছি। কাল থেকে সমস্ত শুটিং শুরু হচ্ছে।’ স্বাস্থ্য বিমা সংক্রান্ত কাগজ নিয়েই আর্টিস্ট ফোরামের সঙ্গে মতান্তর তৈরি হয় চ্যানেল ও প্রযোজকদের। নিজেদের দাবিতে অনড় ছিল দুই পক্ষই। তাই প্রায় ৩ মাস বন্ধ থাকার পরেও আজ শুটিং শুরু করা যায়নি।মঙ্গলবার দিনভর ধরেই একটা চাপানউতোর চলছিল টলিগঞ্জে। আশঙ্কা মতোই গভীর রাতে ওয়েস্ট বেঙ্গল টিভি প্রোডিউসার্সদের তরফে জানানো হয়,করোনা পরিস্থিতি যতদিন থাকবে ততদিন শ্যুটিং করবেন না প্রযোজকরা। এই সিদ্ধান্তের জন্য আর্টিস্ট ফোরামের উপরই গোটা দায় চাপানোর চেষ্টা করে প্রযোজক সংগঠন। যদিও সেই কথা মানতে নারাজ ছিল ফোরাম।ফলে সবমিলিয়ে বিশ বাঁও জলে চলে যায় টলিপাড়ায় শুটিং শুরুর প্রক্রিয়া। পুজোর আগে আর শুটিং শুরু হবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এমনতাবস্থায় জট কাটাতে হস্তক্ষেপ করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সবপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামিকাল থেকে শুটিং শুরুর কথা জানান তিনি।