এই মুহূর্তে খেলাধুলা

লকডাউনে রোজগার বন্ধ , দম্পতির বিয়ে টিকিয়ে রাখতে মাঠে নামলেন সোনু ।

এন্টারটেনমেন্ট ডেস্ক , ৯ জুন:- কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠাচ্ছেন, আবার কখনও লকডাউনের মধ্যে মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছেন, তাঁর সন্তানকে। করোনা আবহে এভাবেই যেন নেটিজেনদের চোখের মণি হয়ে উঠেছেন সোনু সুদ। এসবের মধ্যে এবার এক দম্পতির বিয়ে টিকিয়ে রাখতে মাঠে নামতে হল সোনু সুদকে। সম্প্রতি সোনু সুদকে ট্যুইট করেন মুকেশ মেহরা নামে এক ব্যক্তি। তিনি বলেন, সোনু সুদ যেন তাঁকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করে দেন। বর্তমানে অসমের গুয়াহাটিতে রয়েছেন তিনি। লকডাউনের জেরে তাঁর রোজগার বন্ধ। ফলে স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই রয়েছে। তাই তিনি দিল্লি থেকে হরিয়ানার রেওয়ারিতে ফিরে যেতে চান। সোনু যদি তাঁর দিল্লি যাওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে অভিনেতার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবেন বলেও জানান ওই ব্যক্তি। ট্যুইটারে ওই ব্যক্তির এমন আর্জি শুনে পালটা জবাব দেন সিম্বা অভিনেতা। তিনি বলেন, দয়া করেন লড়াই করবেন না। নিজেদের সম্পর্কের উপর কঠিন সময়ের প্রভাব পড়তে দেবেন না। পরিস্থিতি ঠিক হলে, দুজনকে ডিনারে পাঠানোর ব্যবস্থা তিনি করবেন তবে তাঁরা যেন আর লড়াই না করেন, সেই আশ্বাস তাঁকে দিতে হবে বলেও পালটা আর্জি জানান সোনু সুদ।