এই মুহূর্তে জেলা

পরকীয়াকে কেন্দ্র করে তুলকামাল আরামবাগে।


আরামবাগ , ১৪ জুলাই:- আবারও হুগলির আরামবাগে পরকীয়াকে কেন্দ্র করে তুলকালাম কান্ড।হাতে নাতে ধরা পরায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, আরামবাগ পৌরসভার চাদুর ১৬ নম্বর ওয়ার্ডে পরকীয়াকে কেন্দ্র করে রাতে উত্তেজনা ছড়ায় এলাকায়। এক বিবাহিত পুরুষের সাথে নাকি এলাকারই এক বিধবা মহিলার অবৈধ প্রেম ছিলো। প্রায় পাঁচ বছর এই সম্পর্ক চলে। এমনই দাবী প্রতিবেশীসহ গোটা গ্রামবাসীদের। মঙ্গলবার রাত দশটা নাগাদ যখন পুরুষটি ওই মহিলার ঘরে যান তখন ঐ মহিলার মেয়ে বাইরে থেকে শিকল দিয়ে দেয় এবং গ্রামবাসীদের খবর দেয়।

গ্রামবাসীরা এসে হাতেনাতে ধরে ফেলে তাদের। গ্রামবাসীদের দাবি, তাদের দুজনকে বিয়ে করতে হবে। কিন্তু মহিলাটি রাজি হলেও পুরুষটি কোনোভাবেই তা মেনে নিতে রাজি হয় না। এরপর খবর যায় আরামবাগ থানায়। আরামবাগ থানা থেকে পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে এবং পুরুষ ও মহিলা দু’জনকেই আটক করে নিয়ে যায় আরামবাগ থানায়। সবমিলিয়ে এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে।