এই মুহূর্তে জেলা

ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা নিয়ে তুলকালাম চলছে বিভিন্ন পঞ্চায়েতে।


নদীয়া, ৪ জুন:- বিভিন্ন পঞ্চায়েতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা নিয়ে তুলকালাম চলছে। এবার সরগরম নদীয়ার শান্তিপুর ব্লকে। এর আগেও শান্তিপুর বেলঘড়িয়া 2 নম্বর পঞ্চায়েত বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েতে। অবশেষে আজ হরিপুর গ্রাম পঞ্চায়েত। তবে বিক্ষোভের ধরন একটু অন্যরকম, রাতের অন্ধকারে লাগানো পোস্টার দেখে সকাল থেকে গুঞ্জন রাজনৈতিক মহলে। বিডিও অফিস থেকে পাওয়া পাঁচ কুইন্টাল চাল , এবং পরিযায়ী শ্রমিকদের সরকারি সহযোগিতার বিষয়ে আর্থিক কেলেঙ্কারি নিয়ে পঞ্চায়েত প্রধান সোভা সরকারের বিপক্ষে লেখা পোস্টার পড়ে নৃসিংহপুর অঞ্চলের বেলতলা, হাউসসাইট কলোনি,

পঞ্চায়েতের সামনে সহ বেশ কয়েকটি জায়গায়। কে বা কাদের পক্ষ থেকে মারা হয়েছে তার কোনো উল্লেখ নেই ওই পোস্টারে। এ বিষয়ে প্রধান শোভা সরকার জানান “আমার অঞ্চলের ত্রিশ হাজারেরও বেশি ভোটার। রাতের অন্ধকারে ভীরু কাপুরুষের মতো চারটে পোস্টার লাগিয়ে আমাকে কালিমালিপ্ত করা যাবে না। আমি সহ প্রত্যেক মেম্বার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই সংকটময় মুহূর্তে যেভাবে মানুষের পাশে রয়েছি তাতে আমার বিপক্ষে পোস্টার পড়া হাস্যকর। যদি অনেকের এ বিষয়ে সন্দেহ হতো তাহলে তারা প্রকাশ্যে আসতেন।”