হাওড়া ,৮ ফেব্রুয়ারি:- দীর্ঘদিন বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিদাওয়া পূরণ করা হয়নি সাফাই কর্মীদের। নির্বাচিত বোর্ড না থাকায় হাওড়া পুরসভায় একের পর এক প্রশাসক পাল্টানো হয়েছে। দফায় দফায় সাফাই কর্মীরা তাদের এই দাবি জানিয়ে এসেছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই সাফাই কর্মীরা গত তিনদিন সাফাইয়ের কাজ বন্ধ করে দিয়েছেন হাওড়া শহরে। এতে কার্যত নরকের চেহারা নিয়েছে হাওড়া শহরের রাস্তাঘাট। এ প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, সাফাই কর্মীদের সমস্যার বিষয়ে আজ কমিশনারের সঙ্গে সাফাইকর্মীদের বৈঠক হবে। সেই বৈঠকে মিলতে পারে সমাধান সূত্র।