এই মুহূর্তে জেলা

লিলুয়ায় যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ধৃত মোট ৪।

 

হাওড়া,১৭ ফেব্রুয়ারি:-  হাওড়ার লিলুয়ায় যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়ালো চার। সোমবার দুপুরে হাওড়ার ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সাংবাদিক বৈঠক ডেকে একথা জানান। শুক্রবার ওই ঘটনায় দুটি পরিবারের মধ্যে বিবাদ চরমে ওঠে। রবীন বর(২৫) নামে এক যুবককে ব্যাপক মারধর করা হয়। সেই ঘটনার পরেরদিন শনিবার জগদীশপুর হাটের একটি নির্মিয়মান বাড়ির দোতলা থেকে পুলিশ রবীন বরের দেহ উদ্ধার করে। সেখান থেকেই মেলে একটি সুইসাইড নোট। যে নোটে মৃত্যুর জন্যে অপর পরিবারের কয়েকজন সহ বেশ কয়েকজনকে নিজের মৃত্যুর জন্যে দায়ী করেন রবীন। শনিবার সকালে মৃতের পিতার অভিযোগের ভিত্তিতে রাতেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয় বলে এদিন জানান হাওড়ার ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) অংশুমান সাহা।

There is no slider selected or the slider was deleted.


এদিকে, এই ঘটনায় দোষীদের গ্রেফতার ও তাঁদের কঠোর শাস্তির দাবীতে রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। এদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এখন এসে না পৌঁছানোয় মৃত্যুর কারণ নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও বিষ পান করেই আত্মহত্যা করেছেন ওই যুবক বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এদিকে, এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির তফসিলি (এসসি) মোর্চার রাজ্য সভাপতি অরুণ হালদার, সর্বভারতীয় সহ-সভাপতি বিবেক সোনকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত,দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবির পাশাপাশি মৃতের পরিবারের পাশে থাকার বার্তা দেন বিজেপি এসসি মোর্চার নেতৃবৃন্দ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.