এই মুহূর্তে জেলা

সি,ই,এস,সি এলাকায় এখনো বহু জায়গা বিদ্যুৎহীন।শেওরাফুলিতে রাস্তা অবরোধে বিরোধী দলনেতা।

 

হুগলি, ২৬ মে:- জল ও বিদুতের দাবি নিয়ে এবার রাস্তা অবরোধে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আমপানের তান্ডবের পর কেটে গেছে ছয় দিন। তা সত্ত্বেও বিদ্যুৎ নেই জল নেই হুগলি জেলার বিভিন্ন বিস্তীর্ন এলাকায়।এ বিষয়ে বহু মানুষ বারে বারে কংগ্রেস নেতা আব্দুল মান্নান কাছে অভিযোগ জানাচ্ছে।মান্নান বাবু জানান বিধ্বংসী ঝড়ের পর বেশ কয়েকটি দিন পেরিয়ে গেলেও সি ইএস সি’র অপদার্থতার কারনে চরম ভোগান্তিতে সাধারন মানুষ। বিদ্যুতের দাবীতে বিক্ষোভ অবরোধ লেগেই রয়েছে হুগলির নানা জায়গায় । তাই উপায় দেখে নিজেই পথে নামলান।সাধারণ মানুষের কথা ভেবে পথ অবরোধ করেছি। মঙ্গলবার সকালে আব্দুল মান্নানের নেতৃত্বে শেওড়াফুলি ফাঁড়ি মোড় অবরোধ করে এলাকাবাসীরা। স্তব্ধ হয়ে যান যান চলাচল। একেবারে পুলিশ ফাঁড়ির সামনে এই অবরোধ শুরু হয়। ফলে দ্রুত পুলিশ এতে পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সাথে বচসায় জরিয়ে পরে মান্নান। রাস্তা অবরোধে তুলে দেওয়ার জন্য পুলিশের কোন অনুরোধই মান্নান বাবু শোনেন নি।জল বিদ্যুৎের দাবিতে একেবারে রাস্তায় চেয়ার পেতে বসে পরেন বিরোধী এই দলনেতা।তিনি আরও বলেন সহ্যের বাঁধ ভাঙছে মানুষের তাই পথে চাঁপদানীর কংগ্রেস বিধায়ক।

There is no slider selected or the slider was deleted.