চিরঞ্জিত ঘোষ,১৮ মে:- সোমবার রাতে মুম্বাই থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ডানকুনিতে এল। লক ডাউনে আটকে থাকা ৭০১ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে এদিন ডানকুনি স্টেশনে এসে পৌঁছায়।যার মধ্যে হুগলীর রয়েছে ৩০৬ জন, বাকি হাওড়া, ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার l এই ট্রেনটিতে আরো যাত্রী আছে যারা নাববে বর্ধমান এবং কোচবিহারে l শ্রমিকদের আগমন উপলক্ষে এদিন সকাল থেকে ডানকুনি স্টেশনে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল এছাড়াও জেলা প্রশাসনের প্রায় সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন ডানকুনি পুরসভার পুরপ্রধান ও উপ পুরপ্রধান। এ বিষয়ে বলতে গিয়ে ডানকুনি পুরসভার উপ পৌরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই স্পেশাল ট্রেন মুম্বাই থেকে ডানকুনি স্টেশনে এসে পৌঁছলো় ।ট্রেনটি আসার পর প্রত্যেক যাত্রীর পুঙ্খানুপুঙ্খভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, এবং তারপর তাদের স্থানীয় লোকোমোটিভ সেন্টারে নিয়ে যাওয়া হয় ।সেখানে তাদের জলযোগের এবং রাতের আহারের ব্যবস্থা করা হয়। তারপর ই সেখান থেকে নিদিষ্ট গাড়ি করে হাওড়া হুগলি চব্বিশ পরগনা বর্ধমান যেসব স্থান থেকে এই সমস্ত শ্রমিকরা এসেছেন সেই সব এলাকায় সরকারের পক্ষ থেকে তাদের পৌঁছে দেবার বন্দোবস্ত করা হয়েছে । তিনি জানান এর আগেও বিভিন্ন রাজ্যে। আটকে পড়া এ রাজ্যের শ্রমিকদের স্পেশাল ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে এসব শ্রমিকদের ঘরে ফেরার বন্দোবস্ত করেছেন। আজকে মুম্বাই থেকে আসা যাত্রীরা বেজায় খুশি দীর্ঘদিন পর তারা ঘরে ফিরতে পেরে। এবং তারা অকুণ্ঠ অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে যেভাবে তিনি তাদের ফিরিয়ে এনেছেন তার জন্য তাঁর কাছে তাদের কৃতজ্ঞতার শেষ নেই।
Related Articles
বেতন হয়নি,পুজোর আগে বোনাসও মেলেনি, পুরসভার গেট আটকে বিক্ষোভ পুর কর্মীদের।
হুগলি, ২৩ সেপ্টেম্বর:- হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের গত মাসের বেতন হয়নি। উৎসবকালীন ভাতা যেটা দেওয়া হয় তাও মেলেনি। সকাল থেকে পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ বসে কর্মীরা। পুরসভার ভিতরে যারা কাজ করেন সেই কর্মীদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পুজোর সময় বেতন বোনাস না পেলে তাঁদের চলবে কি করে তাই পুরসভার গেটে বিক্ষোভ করছেন দাবী […]
আয় বাড়াতে বন্ধ থাকা চল্লিশটি রুটে ফের বাস চালাবে এন বি এস টি সি।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- আয় বাড়াতে নতুন রুটের পাশাপাশি বন্ধ থাকা প্রায় ৪০টি রুটে ফের বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। কোন রুটে ওই বাসগুলি চলবে তারজন্য ইতিমধ্যেই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা শেষ স্থির হয়েছে, বন্ধ থাকা রুটের পাশাপাশি সম্ভাবনাময় বেশকিছু নতুন রুট চিহ্নিত করে বাস চালানো হবে। মার্চ মাসের শুরু থেকেই সংশ্লিষ্ট রুটগুলিতে পর্যায়ক্রমে পরীক্ষামূলক […]
রাজ্য সচিব স্তরে রদবদল।
কলকাতা, ১৬ জানুয়ারি:- রাজ্যে সচিব স্তরে রদবদল হল সোমবার।এদিন কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে ওই রদবদলের কথা জানানো হয়েছে। সংশোধনাগার দপ্তরের প্রধান সচিব রবিইন্দর সিংকে স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের প্রধান সচিব করা হল। সমবায় দপ্তরের সচিব জগদীশপ্রসাদ মিনাকে সংশোধনাগার দপ্তরের দায়িত্ব দেওয়া হল। পি বি সেলিমকে সমবায় দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। তিনি […]