এই মুহূর্তে জেলা

মুম্বাই থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ডানকুনিতে এল।

চিরঞ্জিত ঘোষ,১৮ মে:- সোমবার রাতে মুম্বাই থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ডানকুনিতে এল। লক ডাউনে আটকে থাকা ৭০১ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে এদিন ডানকুনি স্টেশনে এসে পৌঁছায়।যার মধ্যে হুগলীর রয়েছে ৩০৬ জন, বাকি হাওড়া, ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার l এই ট্রেনটিতে আরো যাত্রী আছে যারা নাববে বর্ধমান এবং কোচবিহারে l শ্রমিকদের আগমন উপলক্ষে এদিন সকাল থেকে ডানকুনি স্টেশনে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল এছাড়াও জেলা প্রশাসনের প্রায় সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন ডানকুনি পুরসভার পুরপ্রধান ও উপ পুরপ্রধান। এ বিষয়ে বলতে গিয়ে ডানকুনি পুরসভার উপ পৌরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই স্পেশাল ট্রেন মুম্বাই থেকে ডানকুনি স্টেশনে এসে পৌঁছলো় ।ট্রেনটি আসার পর প্রত্যেক যাত্রীর পুঙ্খানুপুঙ্খভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, এবং তারপর তাদের স্থানীয় লোকোমোটিভ সেন্টারে নিয়ে যাওয়া হয় ।সেখানে তাদের জলযোগের এবং রাতের আহারের ব্যবস্থা করা হয়। তারপর ই সেখান থেকে নিদিষ্ট গাড়ি করে হাওড়া হুগলি চব্বিশ পরগনা বর্ধমান যেসব স্থান থেকে এই সমস্ত শ্রমিকরা এসেছেন সেই সব এলাকায় সরকারের পক্ষ থেকে তাদের পৌঁছে দেবার বন্দোবস্ত করা হয়েছে । তিনি জানান এর আগেও বিভিন্ন রাজ্যে। আটকে পড়া এ রাজ্যের শ্রমিকদের  স্পেশাল ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে এসব শ্রমিকদের ঘরে ফেরার বন্দোবস্ত করেছেন। আজকে মুম্বাই থেকে আসা যাত্রীরা বেজায় খুশি দীর্ঘদিন পর তারা ঘরে ফিরতে পেরে। এবং তারা অকুণ্ঠ অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে যেভাবে তিনি তাদের ফিরিয়ে এনেছেন তার জন্য তাঁর কাছে তাদের কৃতজ্ঞতার শেষ নেই।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.