এই মুহূর্তে জেলা

সাত সকালেই হুগলি-চুঁচুড়া পৌরসভার সামনে বিক্ষোভ ঠিকাকর্মীদের।

সুদীপ দাস ,২ জুলাই:- পুরমন্ত্রী ঘোষনার পরও এখনও হুগলি-চুঁচুড়া পৌরসভায় নতুন নিয়োগ বাতিল করা হয়নি। এরই প্রতিবাদে দিন কয়েক ধরে আন্দোলনে নেমেছে পুরসভার অস্থায়ী কর্মীরা । কোন সুরাহা না হওয়ায় এবারে অস্থায়ী কর্মীরা তাঁদের আন্দোলন তীব্র থেকে তী্রতর করলো। বৃহস্পতিবার সাত সকালেই অস্থায়ী কর্মীরা জমায়েত হয় পুর গেটের সামনে। পুরসভার গেট আটকে চলে চরম বিক্ষোভ। সকালে যে সমস্ত কর্মীরা পুরসভার খাতায় হাজিরা দিয়ে বিভিন্ন ওয়ার্ডে কাজে বের হয় তাঁদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তবে আপাতত ছাড় দেওয়া হয়েছে শুধু পানীয় জল ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে। দুদিনের মধ্যে কোন কাজ না হলে সেই পরিষেবা গুলিও বন্ধ করে দেওয়া হবে বলে অস্থায়ী কর্মীরা জানান। অস্থায়ী কর্মীদের পক্ষে রাধেশ্যাম শঙ্খবনিক বলেন আজ থেকে লাগাতার এই আন্দোলন চলবে। সকাল ১০টার পর পুর অফিসেও কাউকে ঢুকতে দেওয়া হবে না। বর্তমানে যা পরিস্থিতি তাতে যথেষ্ট চাপে পুর প্রশাসন।