কলকাতা,১৬ ডিসেম্বর:- নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতার রাজপথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুফুরে ধর্মতলার আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়, শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি । মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, ধর্মীয় ও সংবিধান রক্ষার জন্যই রাজ্যের মানুষ পথে নামবেন। তবে শান্তিপূর্ণ বিক্ষোভের পক্ষেই তিনি সাওয়াল করেছিলেন। তবুও অশান্ত হয়ে উঠেছে বাংলা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে ক্যাব ও এনআরসি বিরোধী পদযাত্রা পরপর তিনদিন ধরে চলবে। প্রথমদিনই পথে নামছেন তৃণমূল নেত্রী।
তবে সপ্তাহের প্রথম দিন কলকাতায় তিনটি মিছিল রয়েছে। ফলে কাজের দিনে নাজেহাল হতে পারেন শহরবাসী। দ্বিতীয় মিছিলটি হবে বামফ্রন্টের তরফে, রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত। নাগরিকত্ব আইনের প্রতিবাদেই মিছিল করবে বামেরা। তৃতীয় মিছিল হওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠন। কলেজ স্কোয়ার চত্বরে মিছিল করে সভা করবেন কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যায়ের কয়েকটি ছাত্র সংগঠন। উপলক্ষ্য দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ।Related Articles
রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব আরামবাগে।
আরামবাগ, ২ জানুয়ারি:- রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব। ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সুজলপুর সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূল […]
বেলুড়ে রুদ্রমূর্তি গঙ্গার, উথাল-পাতাল যাত্রীবাহী লঞ্চের, প্রাণভয়ে চিৎকার যাত্রীদের।
হাওড়া, ২৬ জুলাই:- বেলুড়ে রুদ্রমূর্তি গঙ্গার।উথাল-পাতাল যাত্রীবাহী লঞ্চের। প্রাণভয়ে চিৎকার যাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ছবি। গত মঙ্গলবারের ঘটনা। কোনওমতে প্রাণে বেঁচে ফিরেছেন যাত্রীরা। বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছেড়েছিল। কিছুক্ষণ চলার পরই হঠাৎ গঙ্গায় জলের প্রবল ঢেউয়ে উথাল-পাতাল শুরু হয়। ওই সময় লঞ্চে ঠাসা যাত্রী ছিল। আতঙ্কে যাত্রীরা ছুটোছুটি শুরু করেন। হুড়োহুড়ি পড়ে […]
সাফাই বিভাগের বাতিল সরঞ্জামকে পুনর্ব্যবহার বৈদ্যবাটি পুরসভার।
হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- বাতিল হয়ে যাওয়া সাফাই বিভাগের একাধিক সরঞ্জামকে পুনর্ব্যবহার করে অভিনব প্রদর্শনী করল বৈদ্যবাটি পুরসভা। শনিবার শেওড়াফুলি কৃষক বাজারে ফিতে কেটে প্রদর্শনীর সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া উপস্থিত ছিলেন এ দিন প্রদর্শনীর সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক অরিন্দম গুঁই,বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো, কাউন্সিলর সুবীর ঘোষ, অমৃত ঘোষ, শ্রীরামপুরের মহকুমা […]