এই মুহূর্তে জেলা

ডেঙ্গুতেও করোনার কোপ , রিষড়ায় তরুন নাতিকে নিয়ে ঘরছাড়া বৃদ্ধা। প্রশাসনের মধ্যস্থতায় ফিরলেন বাড়িতে।


সুদীপ দাস,৬ মে:- ডেঙ্গুতেও করোনার কোপ। তরুন নাতিকে নিয়ে ঘরছাড়া বৃদ্ধা। চরম অমানবিক ঘটনাটি ঘটেছে রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায়। ওই এলাকার বাসিন্দা কেশব দেবনাথের বাড়িতে বছর কুড়ির নাতিকে নিয়ে ভাড়া থাকেন সত্তোরর্দ্ধ মানসি কেওয়াট। দিনকয়েক আগে মানসি দেবী জ্বরে আক্রাম্ত হন। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে তাঁর ডেঙ্গু ধরা পরে। কয়েকদিনের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। বর্তমানে সরকারী নিয়ম মেনে তাঁর করোনা টেষ্টও করা হলে নেগেটিভ রিপোর্ট আসে। মঙ্গলবার সকালে তাঁর হাসপাতাল থেকে ছুটি হলেও তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিন সকাল থেকে দফায়-দফায় ওই বৃদ্ধা নাতিকে নিয়ে বাড়িতে গেলেও ফিরে আসতে হয়। পরে বিষয়টি জানতেই হস্তক্ষেপ করেন রিষড়া পুরসভার দুই কাউন্সিলর শুভজিৎ সরকার ও মনোজ গোস্বামী। তাঁরাই দুজনকে পুরসভা পরিচালিত সেবাসদন হাসপাতালের একটি ঘরে আশ্রয় দেন। বর্তমানে সেখানেই সংসার পেতেছেন অসহায় বৃদ্ধা। কিন্তু প্রশ্ন হলো একজন সুস্থ হয়ে ওঠা ডেঙ্গু রোগীকে যখন করোনার অপবাদ দিয়ে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না, তখন সত্যিই যদি তিনি করোনাকেই জয় করে আসতেন তাহলে কি হতো? করোনার ক্ষেত্রে যখন সরকার বলছে রুগীকে নয় রোগকে দূরে সরান তখন রিষড়ার এই ঘটনা কি প্রমান করে সেটাই প্রশ্ন ! এ বিষয়ে বাড়িওয়ালার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলে নি।অবশেষে নোডাল অফিসার অসিতাভ গঙ্গোপাধ্যায় ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ সরকারের উদ্যোগে আজ সন্ধ্যায় ভাড়া বাড়িতে ফিরতে পেরে স্বভাবতই খুশি মানসী দেবী।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.