এই মুহূর্তে জেলা

কোন্নগর নবগ্রামের পঞ্চায়েত সদস্যার মৃত্যু এলাকায় শোকের ছায়া।

 

হুগলি,৫ মে:-  কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতের তৃনমুল সদস্যা কল্যাণী রায়ের (৪৫) মৃত্যু। দিন দশেক আগে ওয়ালস হাসপাতাল থেকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই পঞ্চায়েত সদস্যার চিকিৎসা চলছিলো। সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তিন দিন আগে বাড়ি ফেরেন। মঙ্গলবার বিকালে অসুস্থ হলে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আজ সন্ধা ছটা নাগাদ তার মৃত্যু হয়। বাড়ির লোকের দাবি কোনো ভাবেই করোনায় আক্রান্ত ছিলোনা। তাঁর মৃত্যু হয় রক্তাল্পতায়।নবগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যাতে কোনো গুজব না ছড়ায় তার আবেদন করেন নবগ্রামের তৃনমূলের সভাপতি অপূর্ব মজুমদার।পঞ্চায়েত সদস্যার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন পঞ্চায়েতের সকল সদস্য ও সদস্সাদের পাশাপাশি নবগ্রাম কো- অপারেটিভ ব্যাংকের সভাপতি ও ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা মানস রায়।