অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ ডিসেম্বর:- আই লিগে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে ট্রাউ এফসি। হেভিওওয়েট দল না গড়লেও টিম গেমে জোর দিয়েছে তারা। ফুটবলের মক্কা কলকাতা থেকে তাঁদের স্কোয়াডে জায়গা পেয়েছেন একাধিক ফুটবলার। কোচ হিসেবে রয়েছেন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ডগলাস। মোহনবাগানের বিরুদ্ধে ট্রাউ-এর খেলায় নজরে আসেনি ক্ষুরধার আক্রমণ। চার গোল হজম করতে হয়েছিল তাদের। কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই দলের খেলা যেন সম্পূর্ণ ভিন্ন। প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে পয়েন্ট কাড়ার জন্য যেন মরিয়া হয়ে উঠেছিল ডগলাস এন্ড কোং।
কিছুটা সফলও হয়েছিল মণিপুরের এই দলটি। মার্কোস এস্পাদার গোলে এগিয়ে যাওয়ার পর প্রতি আক্রমণে মন দিয়েছিল ট্রাউ। লাল-হলুদ গোলমুখে অতর্কিত তুলে আনছিল আক্রমণ। বিরতির কিছুটা আগে কাশিম আইদারারা যখন কিছুটা শ্লথ, তখনই সমতা ফেরায় তারা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। ট্রাউ-এর হয়ে গোল করেন দীপক দেবরানি। যদিও গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার একাধিক সুযোগ পেয়েছিল লাল-হলুদ। কিন্তু একটি ক্ষেত্র ছাড়া সফল হননি আলেজান্দ্রো মেনেন্দেজের ছাত্ররা। সামাদ আলি মল্লিকের একটি শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধে দুই দলের খেলাতেই জড়তার ছাপ। তিন পয়েন্ট নেওয়ার জন্য প্রয়োজনীয় ঝাঁঝ বা শরীরীভাষা ছিল না দু;পক্ষের। আই লিগে আরও একটি ম্যাচে পয়েন্ট নষ্টের ভ্রূকুটি ইস্টবেঙ্গলের সামনে। এমন সময় ম্যাচের একেবারে অন্তিম লগ্নে দলের হয়ে জয়সূচক গোল করে যান মার্তি ক্রেসপি। কল্যাণী স্টেডিয়ামে ২-১ স্কোরে শেষ হয় ম্যাচ। ইস্টবেঙ্গলের ঝুলিতে মূল্যবান তিনটি পয়েন্ট। আই লিগ ক্রম তালিকার শীর্ষে মশাল বাহিনী। চার ম্যাচ খেলে তাদের প্রাপ্ত পয়েন্ট ৮। উল্লেখ্য, এদিনের ম্যাচে নির্বাসনের কারণে ছিলেন না হাইমে স্যান্টস কোলাডো।Related Articles
হাওড়ায় করোনা সংক্রামিত এলাকায় স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করল পুরসভা।
হাওড়া,১৭ এপ্রিল:- হাওড়া শহরে করোনা সংক্রমিত এলাকায় ভ্রাম্যমান মেডিক্যাল ক্যাম্প করে বাড়ি বাড়ি ঘুরে থার্মাল স্ক্রিনিংয়ের কাজ শুরু করলেন পুরনিগমের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। বৃহস্পতিবার থেকেই এই মোবাইল স্ক্রিনিং শুরু হয়ে গেল। এদিন বিকেলে মধ্য হাওড়ার ২৮ নম্বর ওয়ার্ডের রাজবল্লভ সাহা লেন থেকে এই মোবাইল মেডিক্যাল ক্যাম্প কাজ আরম্ভ করে দিল। ওই এলাকায় গিয়ে স্বাস্থ্যকর্মী […]
মহাসমারোহে পালিত হচ্ছে বিবিরবেড়ে দে বাড়ির অন্নপূর্ণা পুজো।
তরুণ মুখোপাধ্যায় , ২৯ মার্চ:- বিপুল উৎসাহ উদ্দীপনা এবং শ্রদ্ধা ভরে শ্রীরামপুরের বিবির বেড়ের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী সন্দীপ দে এবং প্রিয়াঙ্কা দের বাড়িতে পালিত হচ্ছে অন্নের দেবী মা অন্নপূর্ণার আরাধনা। বুধবার সকাল থেকে অন্নপূর্ণা পুজো উপলক্ষে বিবির বেড় অঞ্চল ছিল উৎসবমুখর। সারাদিন ধরে চলেছে মায়ের বিশেষ পুজো হোম যজ্ঞ। দুপুরে কয়েক হাজার মানুষ দে […]
করোনার সতর্কতা হিসাবে এবার বেলুড় মঠে প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ রাখল বেলুড় মঠ কর্তৃপক্ষ।
হাওড়া,১৫ মার্চ :- করোনার সতর্কতা হিসাবে এবার বেলুড় মঠে প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ রাখল বেলুড় মঠ কর্তৃপক্ষ। এই মর্মে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফ থেকে। তবে সেখানে করোনার কোনও উল্লেখ নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুনরায় না জানানো পর্যন্ত ভক্তগণ কর্তৃক প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ থাকবে। এছাড়াও মন্ত্রদীক্ষা সম্বন্ধে ভক্তগণকে অনুরোধ করা হচ্ছে […]







