হুগলি,২৫ এপ্রিল:- চলছে লকডাউন। বন্ধ শাড়ির দোকান, বাজার। চরম সমস্যায় দিন কাটাচ্ছে ধনেখালির তাঁতশিল্পিরা। নেই তাঁত যন্ত্রের মাকুর খটাখট শব্দ। বর্তমান পরিস্থিতিতে ব্যাস্ততা নেই ধনেখালির তাঁতিদের। আগামী দিনগুলো কিভাবে কাটবে, সেই দু:চিন্তা গ্রাস করছে শিল্পীদের চোখে মুখে। চৈত্রের বিক্রির পর বৈশাখের শুরু থেকে দুর্গাপুজোর শাড়ি তৈরি শুরু হয় ধনেখালির তাঁতিদের। কিন্তু করোনার আবহাওয়ার কারণে চৈত্রের তৈরি শাড়ি পড়ে রয়েছে শিল্পীদের বাড়িতে। যে মহাজনরা শাড়ি কিনতে গ্রামে আসে, তাদের দেখা নেই। ফলে তৈরি শাড়ি বাড়িতে রয়েছে মজুত। ধনেখালি ব্লকের সোমসপুর/ ইনাথনগর/ হারপুর/ আলা/ হাজিপুর/ বৃন্দাবনপুর/ জয়কৃষ্ণবাটি গ্রামের 1000 জন পরিবার এই পেশায় যুক্ত রয়েছে। এই সমস্ত তাঁতশিল্পীরা সোমসপুর ইউনিয়ন কোঅপারেটিভ উইভার্স সোসাইটি সমবায় সমিতির মাধ্যমে শাড়ি তৈরির সুতো ও কাঁচা রঙ নিয়ে বাড়িতে শাড়ি তৈরি করে। শাড়ির গুণগত মান অনুযায়ী শিল্পীরা পারিশ্রমিক পেয়ে থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সমবায় সমিতি রয়েছে বন্ধ। শিল্পীদের চাহিদা অনুযায়ী নেই শাড়ি তৈরির সুতো ও রঙ। ফলে সমবায় সমিতির আশঙ্কা এই লকডাউনের সময়সীমা আরো বাড়লে কাঁচা মালের অভাবে বন্ধ হয়ে যাবে ধনেখালির তাঁতের শাড়ি তৈরির কাজ। এই চরম দূর্দশায় শিল্পীদের আর্থিক সাহায্য করার জন্য রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছে ধনেখালির তাঁতশিল্পীরা।
Related Articles
মাহেশের জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন
হুগলি, ৪ ডিসেম্বর:- করোনার মহামারী কাঠিয়ে সারা পৃথিবী ধীরে ধীরে আবার স্বাভাবিক হচ্ছে ।সেই উপলক্ষে রবিবার হুগলির মাহেশের ৬২৬ বছরের ঐতিহাসিক জগন্নাথ দেবের মন্দিরে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয় জগন্নাথ মন্দির প্রাঙ্গনে। বাংলার বিভিন্ন স্থান থেকে আগত পুরোহিতরা পাঁচ হাজার বার প্রভু জগন্নাথের নামে যজ্ঞে আহুতি দেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে জগন্নাথ দেব ট্রাস্টি […]
গান তার নেশা , ব্যাস্ততার মাঝেও গান গেয়ে সমাজ সচেতনতার বার্তা চন্ডীতলা-২ বি,ডি,ওর।
চিরঞ্জিত ঘোষ,৮ মে:- মানুষ জন্মায় নানা প্রতিভা নিয়ে, কিন্তু বর্তমান সমাজব্যাবস্থায় তার বিকাশ থমকে দাঁড়ায়, কথায় আছে প্রতিভা কখনে চাপা থাকে না। সুপ্ত প্রতিভা এক সময়ে কি ভাবে বেরিয়ে পরবে তা কেউ যানে না।এরমকই একজন হলেন হুগলির চন্ডীতলার বিডিও টু কৃষ্ণ চন্দ্র মুন্ডা।রাজ্য সরকারের একজন দ্বায়িত্ব প্রাপ্ত পদ মর্যাদার আধিকারীক তিনি। নিজের দায়িত্ব পালনে […]
মুম্বাই থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ডানকুনিতে এল।
চিরঞ্জিত ঘোষ,১৮ মে:- সোমবার রাতে মুম্বাই থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ডানকুনিতে এল। লক ডাউনে আটকে থাকা ৭০১ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে এদিন ডানকুনি স্টেশনে এসে পৌঁছায়।যার মধ্যে হুগলীর রয়েছে ৩০৬ জন, বাকি হাওড়া, ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার l এই ট্রেনটিতে আরো যাত্রী আছে যারা নাববে বর্ধমান এবং কোচবিহারে l শ্রমিকদের আগমন উপলক্ষে […]