এই মুহূর্তে জেলা

হাওড়ায় হাঁসখালিপোল বাজারে আজও ক্রেতার ভীড়। পুলিশ আসতেই নিয়ন্ত্রণে পরিস্থিতি।

 

হাওড়া,২৫ এপ্রিল:- হাওড়ায় লকডাউন পরিস্থিতিতে হটস্পট জোন এলাকার বাজারগুলো ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আজ সকালেও হাওড়ার আন্দুলে দেখা গেল উল্টো ছবি। সেখানে আন্দুল রোডের হাঁসখালিপোল বাজার ছিল আজও খোলা। আজও সেখানে বাজারে অবাধেই চলেছে বেচাকেনা। দেখা যায় মানুষের অসচেতনতার ছবি। হাঁসখালিপোল বাজারে বহু সংখ্যক মানুষ বাজারে আজও সকালে ভিড় করেন। এদের অধিকাংশই সচেতন নন। বাসিন্দাদের দাবি, পুলিশ প্রশাসনকে অবিলম্বে কড়া হাতে এই নিয়ে ব্যবস্থা নিতে হবে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে আসে। দ্রুত ব্যবস্থা নেয়। ভীড় সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, এদিন থেকেই কার্যত পুরোপুরি লকডাউন হতে চলেছে হাওড়ায়। হটস্পট এলাকায় প্রায় সব বাজার বন্ধ করে দেওয়া হচ্ছে। কয়েকটি বাজার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। আজ থেকে কদমতলা বাজার বন্ধ করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, চ্যাটার্জিহাট এবং জগাছার কয়েকটি বাজারও বন্ধ করা হবে। পাড়ায় পাড়ায় গাড়িতে করে বাজার বিক্রি হবে। মুদির দোকানের সামগ্রী হোম ডেলিভারি হবে। ইতিমধ্যেই বন্ধ হয়েছে পিলখানা বাজার, হরগঞ্জ বাজার, কালিবাবুর বাজার, গোরাবাজার, কদমতলা সহ হাওড়ার কয়েকটি বাজার।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.