এই মুহূর্তে জেলা

রেনকোট পড়ে, ছাতা নিয়েও ঠাকুর দেখা চলবে, হুগলিতে পূজো উদ্বোধনে এসে রচনা।

হুগলি, ২৫ সেপ্টেম্বর:- জল ডিঙিয়ে ঠাকুর দেখা প্যান্ডেল হপিং চলবে, জল ডিঙিয়ে খাওয়া-দাওয়াও করবে মানুষ। কোন কিছুই আটকাতে পারবেনা। প্রয়োজনে রেনকোট পড়ে ছাতা নিয়েও ঠাকুর দেখা চলবে, হুগলিতে পূজো উদ্বোধনে এসে বললেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘন্টার বৃষ্টিতে কলকাতা ও পাশ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে দুর্গা পুজোর দিন গুলোতেও আশঙ্কার মেঘ রয়েছে। বৃষ্টি হয়ে উৎসব মাটি হবে নাতো! রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন, যতই বৃষ্টি হোক মানুষকে আটকানো যাবে না। জল ডিঙিয়ে প্যান্ডেলে যাবে মানুষ।

কারন সারা বছরের অপেক্ষা থাকে এই কটা দিনের জন্য। সেই অপেক্ষায় জল ঢেলে লাভ হবে না। প্রয়োজনের রেনকোট ছাতা নিয়েও ঠাকুর দেখতে বেরোবেন দর্শনার্থীরা। আর চলবে দেদার খাওয়া দাওয়া। পুজোর সময় নো ডায়েট। আজ পান্ডুয়ার খন্নান পোলবা এবং চুঁচুড়ায়বেশ কয়েকটি পূজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।