সুদীপ দাস , ৮ এপ্রিল:- মাঝে আর মাত্র একটা দিন। তারপরই হুগলী জেলার ১০ টি আসনে বিধানসভা নির্বাচন। যার মধ্যে অন্যতম জেলার সদর শহর চুঁচুড়া বিধামসভার নির্বাচন। ১৯ এর লোকসভায় হুগলী কেন্দ্র থেকে বিজেপির জয়ী লকেট চ্যাটার্জী এবারে চুঁচুড়া বিধানসভা থেকে লড়ছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অসিত মজুমদার। এবারে ভোটের দুদিন আগে লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে পরা পোষ্টারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। এদিন পোলবা-দাদপুর ব্লকের বিভিন্ন এলাকায় কোথাও দেওয়ালে টাঙানো অবস্থায় দেখা যায় ওই পোষ্টার আবার কোথাও রাস্তায় লুটোতে দেখা যায় ওই পোষ্টার। লিফলেট আকারের ওই পোষ্টারে মূলতঃ লকেট চ্যাটার্জী লোকসভার জেতার পর এলাকায় দেখা যায়নি বলে প্রচার করা হয়। লিফলেটের নীচে লেখা পোলবা-দাদপুর ব্লকের জিপি-৮ বিজেপি কর্মীবৃন্দ। যদিও বিজেপি নয় এই লিফলেট ছড়ানোর পিছনে তৃণমূলকেই দায়ী করেন লকেট চ্যাটার্জী। তিনি বলেন এটা তৃণমূলের ষরযন্ত্র। তবে এর প্রভাব কোনভাবেই ভোটবাক্সে পরবে না। অন্যদিকে এবিষয়ে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের কটাক্ষ ওনাকে বিজেপি ধাওয়া করলে উনি বলেন তৃণমূল ধাওয়া করেছে। ওনাকে বিজেপি রং দিলে উনি বলেন তৃণমূল রং দিয়েছে! এর সাথে তৃণমূলের কোন সম্পর্ক নেই।
Related Articles
চন্দননগরের ডাকাতির ঘটনায় তিন দুস্কৃতিকে দোষী সাব্যস্ত করলো চুঁচুড়া আদালত।
হুগলি, ১৭ জুলাই:- ২১শে সেপ্টেম্বর, ২০২১ সালে দিন দুপুরে চন্দননগরে একটি বেসরকারি ব্যাংক সংস্থায় গ্রাহক সেজে দুঃসাহসিক ডাকাতি ও গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল চাঞ্চল্য। সেইদিনই চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চন্দননগর থানার পুলিশ দুঃসাহসিক ডাকাত দলকে মধ্যে তিনজনকে ধরতে সক্ষম হয়। সেই সময় তদন্তে উঠে আসে যে তিনজনেরই ভিন রাজ্যের বাসিন্দা। ওরা […]
শ্রীরামপুরে প্রতি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল কর্মীরা।
হুগলি, ৬ নভেম্বর:- শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিংয়ের নেতৃত্বে সোমবার হুগলির শ্রীরামপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে বললেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এছাড়াও পথ সভার মাধ্যমে জনগণকে কেন্দ্রের বঞ্চনার কথা জানালেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা। পথসভায় উপস্থিত ছিলেন কে ছিলেন শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরসভার সিআইসি […]
বিধি না মানায় ভাটপাড়া পুরসভার ছ’টি ওয়ার্ডে তিনদিন বন্ধ বাজার , দোকান।
উঃ২৪পরগনা, ২৭ জুন:- বিধি না মানার কারণেই ভাটপাড়া পুরসভার ছ’টি ওয়ার্ডে কাল, সোমবার থেকে বুধবার পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের বাজার-দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানান, ৬, ৭, ২২, ২৪, ২৫ ও ৩৪ নম্বর ওয়ার্ডে তিন দিনের জন্য বাজার বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে মধ্যমগ্রামের ৫ ও ১৭ নম্বর ওয়ার্ড এবং বারাসতের […]