এই মুহূর্তে জেলা

চুঁচুড়া কেন্দ্রে লকেটের বিরুদ্ধে পোস্টার , অস্বস্তিতে বিজেপি।

সুদীপ দাস , ৮ এপ্রিল:- মাঝে আর মাত্র একটা দিন। তারপরই হুগলী জেলার ১০ টি আসনে বিধানসভা নির্বাচন। যার মধ্যে অন্যতম জেলার সদর শহর চুঁচুড়া বিধামসভার নির্বাচন। ১৯ এর লোকসভায় হুগলী কেন্দ্র থেকে বিজেপির জয়ী লকেট চ্যাটার্জী এবারে চুঁচুড়া বিধানসভা থেকে লড়ছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অসিত মজুমদার। এবারে ভোটের দুদিন আগে লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে পরা পোষ্টারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। এদিন পোলবা-দাদপুর ব্লকের বিভিন্ন এলাকায় কোথাও দেওয়ালে টাঙানো অবস্থায় দেখা যায় ওই পোষ্টার আবার কোথাও রাস্তায় লুটোতে দেখা যায় ওই পোষ্টার। লিফলেট আকারের ওই পোষ্টারে মূলতঃ লকেট চ্যাটার্জী লোকসভার জেতার পর এলাকায় দেখা যায়নি বলে প্রচার করা হয়। লিফলেটের নীচে লেখা পোলবা-দাদপুর ব্লকের জিপি-৮ বিজেপি কর্মীবৃন্দ। যদিও বিজেপি নয় এই লিফলেট ছড়ানোর পিছনে তৃণমূলকেই দায়ী করেন লকেট চ্যাটার্জী। তিনি বলেন এটা তৃণমূলের ষরযন্ত্র। তবে এর প্রভাব কোনভাবেই ভোটবাক্সে পরবে না। অন্যদিকে এবিষয়ে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের কটাক্ষ ওনাকে বিজেপি ধাওয়া করলে উনি বলেন তৃণমূল ধাওয়া করেছে। ওনাকে বিজেপি রং দিলে উনি বলেন তৃণমূল রং দিয়েছে! এর সাথে তৃণমূলের কোন সম্পর্ক নেই।