চিরঞ্জিত ঘোষ,১৯ এপ্রিল:- হুগলির গোঘাটে হাজিপুর এলাকায় কোল্ডস্টোর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক। গ্রামের পর গ্রামে ছড়াচ্ছে আতঙ্ক। ইতিমধ্যেই অ্যামোনিয়া গ্যাসের ঝাঁজে শ্বাসকষ্ট শুরু হয়েছে অনেকেরই। ঘটনাস্থলে প্রশাসনের কর্মীরা উপস্থিত থেকে পরিস্থিতি মোকাবিলা করছেন।হিমঘরে এমোনিয়া গ্যাস ভরার সময়ে পাইপ লিক করে এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক বিপত্তি ঘটে। এর জেরে এলাকার বহু বাসিন্দা আতংকিত হয়ে যায়। গোটা এলাকায় গ্যাস ছড়িয়ে পড়লে গ্রাম বাসীদের মধ্যে শ্বাস কষ্ট শুরু হয়ে যায়। যে যার মত করে বাড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। গবাদি পশু নিয়েই চলে যান অন্যত্রে। এদিকে গ্যাসের ভয়ংকরতার খবর পেয়ে আরামবাগ দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন আসে। আসে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করেন পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। পুলিশ গ্রাম বাসীদের মাইকিং করে সতর্ক করে দেয়। তবে আতংকের কোন কারণ নেই বলে সকল কে আশ্বাস দেন।কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাছে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন।এই মুহূর্তে এলাকায় ব্যাপক পুলিশ রয়েছে। এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে চলে যেতে বলা হয়। ঘটনা আরামবাগের গোঘাটের হাজিপুর এলাকার একটি হিমঘরে এই ঘটনা ঘটে।।হিমঘরে মেসিনের সাহায্যে এমোনিয়া গ্যাস ভরার সময়ে হঠাতই পাইপ লিক করে গ্যাস এলাকায় ছড়িয়ে পড়লে এই বিপত্তি ঘটে।তবে হতাহতের কোন খবর নেই।
Related Articles
পুলিশের বিশেষ অভিযানে পাঁচলা থেকে উদ্ধার গাঁজা।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং রাজাপুর থানার বিশেষ তল্লাশিতে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের পাঁচলা মোড় থেকে উদ্ধার হলো প্রায় ২৮ প্যাকেট গাঁজা। সূত্র মারফত জানা গেছে, এদিন পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একটি কালো প্রাইভেট গাড়িতে ওড়িশার দিক থেকে গাঁজা নিয়ে আসা হচ্ছে। আর এরপরই পুলিশের বিশেষ […]
ক্রসবার ইস্টবেঙ্গলকে প্রথম পয়েন্ট উপহার করল।
ইস্টবেঙ্গল: ০ জামশেদপুর: ০ প্রসেনজিৎ মাহাতো, ১০ ডিসেম্বর:- আইএসএলে হারের হ্যাটট্রিকের পর অবশেষে তিলক ময়দানে আইএসএলে পয়েন্টের খাতা খুলল এস সি ইস্টবেঙ্গল। দশ জনে লড়াই করে জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য অবস্থায় অমীমাংসিত থাকে। গত ম্যাচের থেকে প্রথম একাদশে চারটে বদল আনেন ফাউলার। জেজে শুরু থেকে নামলেও সেভাবে কার্যকরী হয়ে উঠতে ব্যর্থ। কিন্তু গোটা ম্যাচে ঝলমলে মহম্মদ […]
আজ থেকেই নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৫ মে:- ঘূর্নিঝড় সতর্কতায় সার্বিক ব্যবস্থাপনার উপরে নজর রাখার জন্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সকালে নবান্ন সংলগ্ন উপান্নে পৌঁছে কেন্দ্রীয় কন্ট্রোল রুমটি পরিদর্শন করেন। আধিকারিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন জেলার খোঁজখবর নেন। এরপরে তিনি নবান্নে চৌদ্দ তলায় তার নিজের অফিসে যান। উল্লেখ্য ঘূর্নিঝড়ের উপরে নজরদারির জন্যে উপান্নে কেন্দ্রীয় ভাবে একটি কন্ট্রোল রুম খোলা […]







