এই মুহূর্তে জেলা

মদ বোঝাই গাড়ি উল্টে বিপত্তি গুরাপে।

হুগলি, ২৭নভেম্বর:- বৈঁচি নুনিয়াডাঙ্গা এলাকায় মদ বোঝাই গাড়ি উল্টে যায় আজ রাত পৌণে ৮টা নাগাদ গুড়াপ কালনা রোডে এই দূর্ঘটনা হয়। ঘটনায় মৃত্যু হয় দু’জনের। মৃতরা হলেন দীপক সরকার(৩৯), হীরালাল রায়(৬৮)। তাদের বাড়ি নুনিয়া ডাঙ্গা এলাকাতে। আহত গাড়ির চালক সহ চারজনকে পান্ডুয়া থেকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈঁচির দিক থেকে গুরাপ এর দিকে দেশি মদ নিয়ে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। নুনিয়া ডাঙ্গার কাছে আসতেই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। চায়ের দোকানের পাশে একটি মাচায় বসে জনা ছয়েক গ্রামবাসী তাস খেলছিলেন। গাড়ি গিয়ে তাদের উপর পরে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গাড়ির তলা থেকে উদ্ধার করে আহতদের পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে একজনের মৃত্যু হয়।

পরে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় আহতদের। বৈঁচি বাটিকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিদিনই ওই চায়ের দোকানের পাশে মাচায় বসে কয়েকজন তাস খেলেন। আজকে হঠাৎ করেই মদ বোঝাই গাড়িটি তাদের উপর উল্টে নয়ানজুলিতে পড়ে যায়। পুলিশ স্থানীয় মানুষ উদ্ধার কাজে হাত লাগায়। হাইড্রা মেশিন নিয়ে এসে গাড়িটিকে তোলা হয়। হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি কয়েকজনের উপর পরে যায়।আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।