এই মুহূর্তে জেলা

প্রশাসনের নির্দেশ অমান্য করেই হাওড়ায় বসল মঙ্গলাহাট।

হাওড়া, ১০ জানুয়ারি:- প্রশাসনের নির্দেশ অমান্য করেই সোমবার সকালে হাওড়ায় বসল মঙ্গলাহাট। পুলিশ এসে হাট তুলে দিলো।প্রশাসনের তরফে আগেই নির্দেশ ছিল চলতি সপ্তাহে করোনা পরিস্থিতিতে বসবে না হাওড়ার মঙ্গলাহাট। কিন্তু সোমবার প্রথম দিনেই প্রশাসনিক নির্দেশ অমান্য করে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসে পড়েন মঙ্গলাহাটে। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই হাওড়া থানার পুলিশ এসে হাটের ব্যবসায়ীদের সেখান থেকে উঠিয়ে দেয়। উল্লেখ্য, কোভিডের সংক্রমণ বাড়তে থাকায় শতাব্দী প্রাচীন হাওড়ার মঙ্গলাহাট আপাতত চলতি সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার হাওড়ার জেলাশাসক,

পুলিশ কমিশনার ও পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সনের মধ্যে এক ত্রিপাক্ষিক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু মঙ্গলাহাটের সঙ্গে বহু মানুষের রুজি-রুটি জড়িয়ে রয়েছে তাই সেদিকেও লক্ষ্য রেখে আপাতত এক সপ্তাহের জন্য হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রশাসনের দাবি। কিন্তু হাট বন্ধের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। শুক্রবার দুপুরে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে অবরোধ হয়। এরপর রবিবার হাওড়া ময়দানেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান হাট ব্যবসায়ীরা। হাটের ব্যবসায়ীদের দাবি হাট বন্ধ করা চলবে না। এদিকে, আজ সোমবার হাট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসছে প্রশাসন।