হুগলি, ২৮ নভেম্বর:- সাত সকালে ইডি হানা হিন্দমোটর নিউ স্টেশন রোডের একটি আবাসনে।কেন্দ্রীয় এজেন্সির চার জন আধিকারিক ৬ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে আবাসনে প্রবেশ করেন। রোহিত ও হরষিত আগরওয়াল দুই ভাই এই ফ্ল্যাটের বাসিন্দা। উত্তরপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে ওই আবাসন।