বিধাননগর, ৭ ডিসেম্বর:- চিকিৎসকের গাড়ি নিয়ে পালাতে গিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল ড্রাইভার। অভিযুক্তের নাম স্বপন কুমার ঘোষ। তার বাড়ি টিটাগড় থানা এলাকায়। জানা গিয়েছে বেলগাছিয়ার এক চিকিৎসকের গাড়ি নিয়ে পালাচ্ছিল সে। মঙ্গলবার রাতে লেকটাউন থানা এলাকায় ধরা পড়ে সে। পুলিশ জানিয়েছে রাতে তাদের কাছে খবর আসে বেলগাছিয়ার আর এক চিকিৎসকের গাড়ি নিয়ে লেকটাউন এলাকায় ঢুকে পড়েছে ওই ড্রাইভার। তার উদ্দেশ্য ছিল গাড়ি চুরি করে পালানো। এরপরেই লেকটাউনে নাকা চেকিং এ নির্দিষ্ট গাড়ির নম্বর দেখতে পেয়ে আটকানো হয়। ধরা পড়ে যায় স্বপন। জানা গিয়েছে গাড়ির মালিকের সঙ্গে বিবাদ চলছিল তার। সেই কারণেই গাড়ি চুরি করে পালানোর ছক কষে স্বপন।