এই মুহূর্তে জেলা

জগৎবল্লভপুরে সমাজ বিরোধীদের তাণ্ডবে আতঙ্কিত মানুষ।


হাওড়া, ২৭ নভেম্বর:- গভীর রাতে বাড়ি থেকে ডেকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ এক ব্যক্তিকে। ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম অসিত ভুঁইয়া। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। এলাকায় দর্জির কারিগর হিসেবেই পরিচিত ওই ব্যক্তি। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তি অসিত ভুঁইয়ার বাড়িতে আসেন এবং তাঁকে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করেন।

অসিত বাড়ির বাইরে আসতেই তাঁকে ধারাল অস্ত্রের কোপে এলোপাথাড়ি হাতে, মুখে এবং গলায় আঘাত করে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অসিত বাবুর চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে অসিত বাবুকে চিকিৎসার জন্য আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এবং সেখানেই বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে ঠিক কি কারণে এই আক্রমণ তার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।