হুগলি, ৩০ আগস্ট:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন কলেজের সামনে শুরু হয়েছে আরজি কর ঘটনার প্রতিবাদ। কোন্নগরের হীরালাল পাল কলেজ সামনেও মঞ্চ বেঁধে প্রতিবাদে নামেন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। তবে অন্যান্য কলেজের থেকে নবগ্রাম হীরালাল পাল কলেজ একটু আলাদা কারণ সেখানে ঘটে যাওয়া ঘটনার জন্য। দিনকয়েক আগে আর জি কর ঘটনার প্রতিবাদ করায় এসএফআইয়ের এক সমর্থককে বেধড়ক মারধর করে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা। এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বাম নেত্রী দীপ্সিতা ধর। যে ছেলেটির সাথে এই ঘটনা ঘটে তার গায়ে চাকা চাকা দাগ হয়ে যায়।
গতকাল উত্তরপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এর পরেই হীরালাল পাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ তারাও পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে যেখানে বলা হয় এসএফআই সমর্থক ওই ছাত্র মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। ইভটিজিং এর মতন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুক্রবার সকাল থেকেই এই ঘটনার প্রতিবাদে পথে নামেন হীরালাল পাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাদের দাবি, যারা চিকিৎসকের হত্যার বিচার চাইছে তারাই আবার কলেজে এসে কলেজের মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করছে।সেখানে বিক্ষভরত ছাত্র-ছাত্রীদের হাতে দেখা যায় পোস্টার।তাতে লেখা সন্দীপ ঘোষ কে কেন সিবিআই গ্রেফতার করছে না।