কলকাতা, ১৮ আগস্ট:- রাজ্যে পাউরুটির দাম ফের বাড়ছে। আগামী ১ লা সেপ্টেম্বর থেকে ৪০০ গ্রাম পাউরুটির দাম ২ টাকা করে বাড়ছে বলে বেকারি সংগঠনের তরফে ঘোষণা করা হয়েছে। এর ফলে ৪০০ গ্রাম পাউরুটির দাম ২৮ টাকা থেকে বেড়ে হবে ৩০ টাকা।
বেকারি মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার আরিফুল ইসলামের দাবি গমসহ পাউরুটি তৈরির অন্যান্য কাঁচামালের দাম এবং শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ার কারণে বাধ্য হয়ে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সাধারণ মানুষের উপরে চাপ বাড়াতে চান না বলেই মাত্র ২ টাকা দাম বাড়ানো হচ্ছে।