এই মুহূর্তে কলকাতা

সেই রাতে চাদরের রঙ নিয়ে সাংবাদিক বৈঠক ডিসি সেন্ট্রালের।

কলকাতা, ৩০ আগস্ট:- আর জি কর মেডিক্যালে নিহত নির্যাতিতার দেহ ঢাকা ছিল কোন রঙের চাদরে, সেই বিষয়ে তৈরি হয়েছে রহস্য। আজ সন্ধ্যেবেলায় কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি সাংবাদিক বৈঠক করে জানান, ‘চাদরের রং ছিল নীল। ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করা হয়েছে। আমরা সিজার করেছি নীল রংয়ের চাদর। সবুজ বা লাল রঙের চাদর ছিল না। লাল রঙের ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে এই তরুণী সেই রাতে ঘুমাচ্ছিল। চাদরের রং নীলই ছিল। সিবিআই-কেও আমরা এই কেস ডাইরি হাতে তুলেছি। যেখানে নীল রঙের চাদরের উল্লেখ ছিল।