হাওড়া , ৬ অক্টোবর:- হাওড়ায় বেড়ছে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। গত প্রায় এক মাস ধরে দৈনিক সংক্রমণ একশোর আশেপাশে থাকলেও গত কয়েকদিন আগে পর্যন্ত তা দৈনিক ১৭৫ এর আশেপাশে থাকছে। আগস্ট মাসের চতুর্থ সপ্তাহ থেকে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দৈনিক সংক্রমণ একশোর কাছাকাছি ছিল। এমনকি একশোর নিচেও নেমেছিল একদিন। তারপর আবার সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গড়ে দিন প্রতি পৌনে দুশোয় পৌঁছেছে। সংক্রমণের হার একবার অনেকটা কমে গিয়ে ফের বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে। এর কারণ হিসেবে আত্মসন্তষ্টির কারণে মানুষের মধ্যে ঢিলেঢালা মনোভাবকেই দায়ী করা হচ্ছে। তবে সংক্রমণ বাড়লেও তা একবারও দুশোর উপরে যায়নি। ফলে জেলার কোভিড পরিস্থিতি একটা স্থিতাবস্থায় রয়েছে। এর পাশাপাশি কোভিড পরীক্ষার সংখ্যা বেশি হওয়ায় দৈনিক সংক্রমণ বেশি ধরা পড়ছে।
তথ্য অনুযায়ী, গত ২৮ আগস্ট এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিলো মাত্র ৯২। দেখা যাচ্ছে, ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর পরপর তিনদিনে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল যথাক্রমে ১৮৫, ১৬৪ এবং ১৯৮। কোভিডে গোড়ার দিকে কলকাতার পরেই হাওড়ার স্থান ছিল সংক্রামিত ব্যক্তির সংখ্যার বিচারে। পরে দ্বিতীয় স্থানে চলে আসে উত্তর ২৪ পরগনা। ব্যাপক হারে অ্যান্টিজেন ও কোভিড পরীক্ষা করে মানুষের চিকিৎসার ব্যবস্থা এবং সংক্রামিতদের যথাসম্ভব তাড়াতাড়ি আলাদা করার উদ্যোগের সুফল দেখা যায় হাওড়াতেও। এরমধ্যেই হাওড়ায় প্রতি রবিবার চালু হয়েছে মঙ্গলাহাট। আগামী শারদোৎসবের কারণে দোকানপাট, মলে বাড়ছে মানুষের ভিড়। ফলে মানুষ দূরত্ব বিধি না মানলে সংক্রমণ ফের বাড়ার আশঙ্কা থাকছে। এখন অনেক বেসরকারি ডায়াগনিস্টিক সেন্টার, নার্সিং হোমও কোভিড পরীক্ষা করছে। তাদের রিপোর্ট সংগ্রহ করে মূল হিসেবে যোগ করার কারণেও সংক্রমণের সংখ্যা এখন বেশি দেখাচ্ছে বলে মনে করা হচ্ছে।