এই মুহূর্তে জেলা

কাজ থেকে বাড়ি ফেরার পথে ডোমজুড়ে যুবক খুন।

হাওড়া, ১৪ আগস্ট:- এবার যুবককে কুপিয়ে খুনের ঘটনা হাওড়ার ডোমজুড়ে। কাজ থেকে বাড়ি ফেরার পথে ওই যুবককে কুপিয়ে খুন করে পালায় দুষ্কৃতীরা। বাড়ির সামনেই রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পুলিশ উদ্ধার করে। মঙ্গলবার রাতে ডোমজুড়ের নিউ কোরলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। মৃতের নাম কুলান্দার নাথ। ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে ওই ঘটনা ঘটে। তবে খুনের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ।