হাওড়া, ১৩ মে:- সোমবার সকালে হাওড়ার দক্ষিণ সাঁকরাইলের চাঁপাতলা থেকে মানিকপুর পর্যন্ত কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সমর্থনে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। ওই পদযাত্রায় উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মহ: সেলিম, সিপিআইএম হাওড়া জেলা কমিটির সম্পাদক দিলীপ ঘোষ, হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী-সহ বাম এবং কংগ্রেসের যৌথ নেতৃত্ব।
