এই মুহূর্তে কলকাতা

ঘরে বসে সম্পত্তি রেজিস্ট্রির নিয়ম বদলালো।

কলকাতা, ২৪ মার্চ:- এবার ঘরে বসে সম্পত্তি রেজিস্ট্রি করার নিয়ম বদলাল। এখন থেকে শুধু যাঁরা রেজিস্ট্রি অফিসে যেতে অপারগ, তিনিই বাড়িতে বসে দলিলে সই করতে পারবেন। কিন্তু বাকিদের রেজিস্ট্রি অফিসে গিয়েই সই করতে হবে। একমাত্র অসুস্থতার কারণেই কাউকে বাড়ি থেকে রেজিস্ট্রি করতে অনুমতি দেওয়া হবে। কোনও ব্যক্তি সত্যিই অসুস্থতার জন্য রেজিস্ট্রি অফিসে যেতে না পারেন, তাহলে তাঁকে অ্যালোপাথি ডাক্তারের শংসাপত্র জমা দিতে হবে। অ্যালোপাথি ছাড়া আর কোনও ডাক্তারের শংসাপত্র গ্রাহ্য হবে না। অসুস্থ ব্যক্তি শংসাপত্র সহ নিকটবর্তী রেজিস্ট্রি অফিসে আবেদন করবেন, তাঁকে বাড়ি থেকে সই করার অনুমতি দেওয়া হোক। রেজিস্ট্রেশন অফিস থেকে সেই ব্যক্তির বাড়িতে গিয়ে দেখা হবে,

আবেদনকারী সত্যিই অসুস্থ কিনা। তারপরে আবেদনপত্রটি সংশ্লিষ্ট জেলার রেজিস্ট্রেশন আধিকারিকের কাছে পাঠাতে হবে। তিনি আবেদনপত্র অনুমোদন করলে তবেই আবেদনকারী বাড়ি থেকে সই করার অনুমতি পাবেন। আগে বাড়িতে বসে রেজিস্ট্রেশন নিয়ে এত কড়াকড়ি ছিল না। স্থানীয় রেজিস্ট্রেশন অফিস থেকেই এব্যাপারে অনুমোদন দেওয়া হত। শুধু তাই নয়, অসুস্থ ব্যক্তির বাড়ির সদস্যদেরও রেজিস্ট্রেশন অফিসে যেতে হত না। সকলেই বাড়িতে বসে সই করতে পারতেন। কিন্তু এবার থেকে যিনি অনুস্থ হবেন, কেবল তাঁকেই বাড়ি থেকে সই করার অনুমতি দেওয়া হবে। পরিবারের বাকি সদস্যদের রেজিস্ট্রি অফিসে গিয়ে সই করতে হবে।