এই মুহূর্তে কলকাতা

দার্জিলিংয়ে থেকে কলকাতা ফিরলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

কলকাতা , ২৫ ফেব্রুয়ারি:- দার্জিলিংয়ে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবে যোগ দিয়ে এদিন কলকাতার উদ্দেশ্য ফিরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার এক দিনের সফরে এসেছিলেন উত্তরবঙ্গে। এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে প্রথমবার রাজভবন দার্জিলিংয় সকলের জন্য খোলা হয়েছে। এবং গত তিন ধরে সেখানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বহু মানুষ যোগ দিয়েছে। শেষ দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে আমি খুশি রয়েছি। ইতিমধ্যে একই ধরনের অনুষ্ঠান কোচবিহারে অনুষ্ঠিত হয়েছিল।

তাতে ৯০০ জন শিল্পি অংশ নেয়। আগামী ২৭ ফেব্রুয়ারি বিশিষ্ট রাজবংশী যোদ্ধা চিলা রায় এর জন্ম বার্ষিকী। চিলা রায় ইতিহাসের পাতায় মহান যোদ্ধা হিসেবে খ্যাত। তার ইগলের মত কৌশল ছিল। এজন্য তার জন্ম বার্ষিকীতে তার প্রতিকৃতি কলকাতা রাজভবনে অপাবৃত করা হবে। এর পাশাপাশি রাজ্যপালকে নিবার্চনে খেলা হবে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন রাজনৈতিক কোনও মন্তব্য নিয়ে আমার প্রতিক্রিয়া দেওয়া ঠিক না। তবে আমি একটাই কথা বলতে চাই গনতন্ত্রে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বিশুদ্ধতা নির্বাচন প্রক্রিয়া,শান্তিপূর্ণ নির্বাচন, নির্বাচিতকে চয়নের স্বাধীনতা যা কোনওমত আপোস করা যায় না। এর পাশাপাশি তিনি আরও বলেন আগামী ২৮ ফেব্রুয়ারি শিলিগুড়িতে সাংবাদ মাধ্যমের একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি ফের উত্তরবঙ্গে আসবেন।