এই মুহূর্তে কলকাতা

রেশন দুর্নীতি মামলায় মন্ত্রিসভা থেকে সরানো হলো জ্যোতিপ্রিয়কে।

কলকাতা , ১৬ ফেব্রুয়ারি:- রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল। তাঁর হাতে থাকা বন দফতরের দায়িত্ব স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দফতরের দ্বায়িত্ব সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের হাতে ন্যস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ মন্ত্রিসভার এই রদবদল করেছেন বলে রাজভবন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।