তরুণ মুখোপাধ্যায়, ১৩ জানুয়ারি:- স্বামীজি বলেছিলেন মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চন্ডাল ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই, সেই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে রিশার ১২ নম্বর ওয়ার্ডের পুর সদস্য এবং চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস সর্খেলের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিনে সমাজের যারা অবহেলিত সেইসব মানুষদের সম্মান প্রদান করে স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানালো।
এদিন রিষরার লাহা ঘাট কমিউনিটি হলে বিশেষ উৎসাহ উদ্দীপনা এবং শ্রদ্ধা ভরে মধ্য দিয়ে পালন হলো স্বামীজির জন্মদিন। এদিনের অনুষ্ঠানে সমাজের যারা অবহেলিত সেইসব মানুষদের সম্মানিত করা হল, তাদের হাতে স্মারক এবং পুস্পষ্ট স্তবক তুলে দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষরার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উত্তরপাড়ার পুর প্রধান দিলীপ যাদব, রিষড়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল মনোজ সাউ সহ সমাজের বিশিষ্ট মানুষেরা।