হুগলি, ১৩ জানুয়ারি:- ঘটনাটি ঘটে শেওড়াফুলি স্টেশনের পাশে তারকেশ্বর লাইন ও মেইন লাইনের মাঝে রাস্তার পাশে থাকা গুমটিতে। পুলিশ সূত্রে খবর রাত তিনটের সময় শেওড়াফুলি স্টেশনের পাশে তিনটে গুমটিতে হঠাৎ ই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন এবং প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু কি থেকে আগুন লাগে তা জানা যায় নি।
আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায় গুমটিগুলো। স্থানীয় এক দোকানদার জানান মালপত্র সহ দোকান সব আগুনে পুড়ে গেছে ।একটা ছিল ট্রেলারিং একটা স্টেশনারী দোকান। রাত্রিবেলা আগুন লেগেছে তাই কি থেকে লাগলো তাই জানা যায়নি। সকালে এসে দেখি সমস্যাটাই পড়ে ছাই হয়ে গেছে।