কলকাতা, ৫ জানুয়ারি:- রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারের জবাবদীহি তলব করেছেন । ওই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে তিনি রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে রাজভবনে তলব করেছেন। রাজ্য পুলিশের ডিজিকেও সশরীরে রাজভবনে এসে রিপোর্ট দিতে বল হয়েছে। এক ভিডিও বার্তায় রাজ্যপাল বলেন, যে ভাঙচুর ও হিংসার ঘটনা ঘটেছে তা কখনওই কাম্য নয় । রাজ্য সরকার তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সরকারের উচিত গণতন্ত্রে এই ধরনের বর্বরতাকে রুখে দেওয়া। কিন্তু সরকার যদি তার প্রাথমিক দায়িত্ব পালন করতে না পারে, তবে দেশের সংবিধান উপযুক্ত পদক্ষেপ করবে।এক্ষেত্রে ভারতীয় সংবিধানে বিকল্প পন্থা রয়েছে ।
রাজ্যপাল হিসেবে তিনি যথা সময়ে সাংবিধানিক পালন করবেন। জঙ্গলরাজ চলতে দেওয়া হবে না। তিনি বলেন, সরকারের উচিৎ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। তিনি বলেন, ” সংবিধানের নিজস্ব দায়িত্ব, কর্তব্য আছে ” একটি অডিও বার্তায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সরকারের উচিত চোখ মেলে বাস্তবকে দেখা এবং যথাযথ পদক্ষেপ করা। নইলে তাদের এর ফল ভোগার জন্য প্রস্তুত থাকা উচিত। শেষ পাওয়া খবর অনুযায়ী, সন্দেশখালির ঘটনায় রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে তলব করেছেন রাজ্যপাল। শুক্রবারই রাজভবনে তলব করা হয়েছে রাজ্য পুলিশের ডিজিকেও। সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্টও চেয়েছেন রাজ্যপাল।