এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর পৌরসভার বইমেলার শুভ সূচনা।

হুগলি, ৫ জানুয়ারি:- বইয়ের জন্য হাঁটুন কয়েক হাজার শ্রীরামপুরবাসী এবং স্কুল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শ্রীরামপুর সানপিরির ময়দান থেকে আর এমএস ময়দান পর্যন্ত অভিনব বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে হুগলির শ্রীরামপুরে ১২ তম শ্রীরামপুর বইমেলার শুভ সূচনা, এলাকাবাসী থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের বইমুখী করার জন্যই বিভিন্ন উদ্যোগ পৌরসভার, অভিনব এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পৌর এলাকায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা, শ্রীরামপুরের আর এম এস ময়দানে বইমেলার উদ্বোধন করেন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিশিষ্ট কথাসাহিত্যিক অমর মিত্র,

ও মেলার মূল প্রবেশ দ্বারে ফিতে কেটে শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা, উপ পৌর প্রধান উত্তম নাগ এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌর প্রশাসক তথা বর্তমান বোর্ডের সি আই সি মেম্বার গৌড় মোহন দে, শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সিআইসি মেম্বার সন্তোষ কুমার সিং, সিআইসি মেম্বার পিন্টু নাগ ও তিয়াসা মুখার্জি, শ্রীরামপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী তথা পৌর সদস্যা শর্মিষ্ঠা দাস,

শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেস বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী পল্লবী ঘোষ, শ্রীরামপুর শহর আই এন টি টি ইউ সির সভাপতি সৌমেন দাস থেকে শুরু করে অন্যান্য পৌর সদস্যরা ও বহু বিশিষ্ট ব্যক্তিরা, পাঁচই জানুয়ারি থেকে ১৪ ই জানুয়ারি পর্যন্ত এই বইমেলার সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করেছেন উদ্যোক্তারা, বইমেলায় বহু নামিদামি প্রকাশক রাও স্টল করেছেন, সব মিলিয়ে জমজমাট এবারের শ্রীরামপুর পৌরসভার পরিচালনায় শ্রীরামপুর বইমেলা ২০২৪।