কলকাতা, ২২ ডিসেম্বর:- আদালতের অনুমতিতে নবান্ন সংলগ্ন বাস স্ট্যান্ডে ডি এ আন্দোলনকারীদের প্রথম দিনের কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরী হয়। এদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই নবান্ন চত্বরে ধর্নায় বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন ডিএ আন্দোলনকারীরা। গতকালই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল নবান্ন চত্বরে আন্দোলনে বসতে পারবেন যৌথ মঞ্চের সদস্যরা। রাতে ধর্নায় বসতে পুলিশ বাধা দিলে তাঁরা জানান সকালেই আসবেন। সেই মত আজ ভোররাতেই নবান্নের কাছে পৌঁছে যান আন্দোলনকারীরা।
পুলিশ প্রথমে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে। তাতেই ঝামেলা শুরু হয়। বাধা পেয়ে নবান্নের সামনে রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। তাঁদের উঠে যাওয়ার জন্য জোর করতে থাকে পুলিশ। তাতেই বাদানুবাদ শুরু হয়। এদিকে নবান্নের সামনে রাস্তায় আন্দোলনকারীরা বসে থাকায় ট্রাফিক আটকে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, হাইকোর্ট নবান্নের কাছে বাসস্ট্যান্ডে ধর্নায় বসার অনুমতি দিয়েছে, কিন্তু পুলিশ তাদের ঢুকতে দিচ্ছে না।