সুদীপ দাস,৩ এপ্রিল:- শুক্রবার ধনেখালির এক তরুণের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে।দিন দশেক আগে দিল্লী থেকে ধনেখালির বাড়িতে ফেরেন।বুধবার অসুস্থ হয়ে পড়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।তারপর থেকে তরুণ ইমামবাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। তরুণের মৃত্যুর ঘটনায় এ দিন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জেলা সদর হাসপাতা্লের ভূমিকায় প্রশ্ন তোলেন। সাংসদ বলেন, প্রথম দিনই যদি ওই তরুণ কে হাসপাতালে ভর্তি করা হত তাহলে তাঁর পরিবার কে এ দিন দেখতে হত না। আসলে রাজ্য সরকার মানুষ কে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। বিজেপি সাংসদের বক্তব্যের বিরোধিতা করে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন , দেশ কে সবচেয়ে বেশি বিপদে ফেলেছে নরেন্দ্র মোদী সরকার। জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন,উনি সামাজিক মাধ্যমে এসব না ছড়িয়ে প্রসাসনিক স্তরে কথা বলতে পারতেন।আমরা ওনাকে নিয়ে ভাবছি না। জেলা প্রশাসন জানিয়েছে ধনেখালিতে মৃত তরুণের লালা রস পরীক্ষা করে কিছু পাওয়া যায়নি। তবুও আগাম সতর্কতা হিসেবে আমরা এ দিন মৃতদেহ ছাড়িনি।তরুণের পরিবারকে ও সিঙ্গুরের কোয়ারান্টাটিন সেন্টারে রাখা হয়েছে।
Related Articles
চন্দ্রকোনা এলাকায় ভাঙ্গা সেতুর উপর দিয়ে যাতায়াত উদাসীন প্রশাসন।
পশ্চিম মেদিনীপুর,৭ মার্চ :- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার ভগবন্তপুর অঞ্চলের কামারখালী এলাকায় ভৈরবী খালের উপর থাকা পাকা সেতুটি তিন বছর ভাঙা অবস্থায় রয়েছে। ভাঙ্গা সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার বাসিন্দারা যাতায়াত করেন। ওই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।স্থানীয় বাসিন্দারা বারবার স্থানীয় প্রশাসন ও অঞ্চল প্রধান কে সেতুটি […]
বাইকে রেষারেষি, কোলাঘাট থেকে ফেরার পথে দুর্ঘটনা হাওড়ার কোনা হাইরোডে।
হাওড়া, ২৬ জানুয়ারি:- প্রজাতন্ত্র দিবসে পথ দুর্ঘটনা হাওড়ার ৬ নম্বর জাতীয় সড়কের কোনা হাইরোডে। কলকাতার গড়িয়ার কালিতলা এলাকার বাসিন্দা ৬ যুবক কোলাঘাট থেকে বাড়ি ফেরার সময় বাইকে রেষারেষি করায় দুর্ঘটনায় কবলে পড়েন বলে জানা গেছে। রক্তাক্ত অবস্থায় দুই যুবক প্রসেন হালদার ও প্রীতম পৈলানকে কোনা ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মীরা উদ্ধার করে প্রথমে কোনা প্রাথমিক […]
হাওড়ায় বাম প্রার্থীর সমর্থনে পদযাত্রায় পা মেলালেন সেলিম।
হাওড়া, ১৩ মে:- সোমবার সকালে হাওড়ার দক্ষিণ সাঁকরাইলের চাঁপাতলা থেকে মানিকপুর পর্যন্ত কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সমর্থনে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। ওই পদযাত্রায় উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মহ: সেলিম, সিপিআইএম হাওড়া জেলা কমিটির সম্পাদক দিলীপ ঘোষ, হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী-সহ বাম এবং কংগ্রেসের […]