হাওড়া, ২২ জানুয়ারি:- অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে হাওড়া সদর বিজেপি সাংগঠনিক জেলার মধ্য হাওড়া মন্ডল ২ এর তরফ থেকে সোমবার ২৪ নম্বর ওয়ার্ডে সোনারতরী ভবনের সামনে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান লাইভ জায়েন্ট স্ক্রিনিং-এর মাধ্যমে ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি এদিন রামপূজার আয়োজন করা হয় এবং পুজার প্রসাদ বিতরণ কর্মসূচি নেওয়া হয়। এদিন সকাল ১০টা থেকে পূজার্চনা এবং সন্ধ্যা ৬টা থেকে ভোগ বিতরণের আয়োজন করা হয়। অন্যদিকে, এদিন এই উপলক্ষ্যে “শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট” এর উদ্যোগে মধ্য হাওড়ার কালাচাঁদ নন্দী লেন পল্লীবাসীর পক্ষ থেকে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর দ্বারা অযোধ্যায় শ্রীরামের প্রাণপ্রতিষ্ঠার মুহূর্ত জায়েন্ট স্ক্রিন এর মাধ্যমে দেখানোর ব্যবস্থা করা হয়।
সকালে পূজা ও হোম-যজ্ঞ এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন এবং ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, অযোধ্যার শ্রীরাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সারা দেশে। এই বাংলাতেও বিভিন্ন জেলার পাশাপাশি এদিন সকাল থেকে হাওড়াতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূজার্চনা, পূজাপাঠ সহ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। সালকিয়ার বাঁধাঘাটে পঞ্চানন বাবার মন্দিরে রামের মূর্তিতে পূজো চলছে। সাধু সন্ত, সাধারণ মানুষ সেখানে উপস্থিত রয়েছেন। পঞ্চানন বাবা মন্দিরের সামনে জায়ান্ট স্ক্রিনে চলছে অযোধ্যার মন্দিরের লাইভ টেলিকাস্ট। এখানে তৈরি হচ্ছে রাম লেখা বিশেষ জিলিপি। সেই জিলিপি ভক্তদের মধ্যে বিলি করা হয়েছে।