হাওড়া, ৬ আগস্ট:- এলাকা দখল ঘিরে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ার বেলুড়ে। বেলুড়ের অম্বিকা জুটমিলের কাছে লালাবাবু সায়র রোডে ওই ঘটনায় এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষ হয়। ওই ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের আজ তোলা হবে হাওড়া আদালতে।
গতকাল হামলার অভিযোগ ওঠে তৃণমূলের ওয়ার্ড সভাপতির বাড়িতে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলে। লাঠিসোঁটা ইট নিয়ে পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে ওই ঘটনায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।