এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে আগুন।

হুগলি, ৯ মার্চ:- বৈদ্যবাটী পুরসভার অধীনস্থ আঞ্চলিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে আগুন। শুক্রবার রাতে থেকে এই আগুনের ধোঁয়ায় দিল্লি রোডসহ পার্শ্ববর্তী এলাকায় ঢেকে যায়। প্লাস্টিক পোড়া ধোঁয়ার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি। শ্বাসকষ্টে আতঙ্কিত। ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন। স্থানীয়সূত্রে জানাযায় বেশ কিছুদিন ধরে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। গতকাল রাত থেকেই প্লাস্টিক পোড়া ধোঁয়ার গন্ধে অতিষ্ঠ দিল্লি রোড সংলগ্ন এলাকাবাসী। আজ সকালে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সেই আগুন বিরাট আকার ধারণ করে। স্থানীয় পৌর প্রধিনিধি প্রশাসনের নজরে আনে বিষয়টি।

আজ সকালে পৌর ও নগর উন্নয়ন সংস্থার (সুডার) প্রতিনিধি দল ঘটনা চলে আসেন এবং পুরো ব্যাপারটা ঘুরে দেখেন কেন এরকম ঘটনা ঘটলো।দমকলের ৩ টি ইঞ্জিন এখনো আগুন নেভানোর কাজ করছে। দমকলের আধিকারিকরা জানান আগুন নেভানোর কাজ চলছে কিন্তু এখানকার চরম অব্যবস্থার জন্য আগুন সম্পূর্ণ নেভানো যায়নি। যদিও এ কথা শিকার করে নিয়ে পুরপ্রধান জানান একটি বেসরকারি সংস্থা পুরো কঠিন বজ্য ব্যবস্থাপনাটা দেখা শোনা করে তাদের কিছু গাফিলতির জন্যও এমন ঘটনা ঘটেছে ।তাদের কে ২ মাসের সময় দেওয়া হয়েছে যদি কোনো সমাধান না হয় তাহলে তাদের ব্লাকলিস্ট করে দেওয়া হবে।