হুগলি, ৬ আগস্ট:- তারকেশ্বর মন্দিরে পজো দিয়ে গেলেন অভিষেক জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল সাড়ে এগারটা নাগাদ তারকেশ্বর মন্দিরে আসেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। বিশাল পুলিশি নিরাপত্তা ছিল মন্দির চত্বরে।সঙ্গে ছিলেন তারকেশ্বর পৌর সভার চেয়ারম্যান উত্তম কুন্ডু ও কয়েকজন কাউন্সিলর। আধ ঘন্টা সময় কাটিয়ে বারোটা নাগাদ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যান অভিষেক পত্নী।
শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে লক্ষ পুণ্যার্থীর ভিড় জমে। শ্রাবণ মাস শিবের জন্ম মাস ধরা হয় আর সোমবার হল শিবের জন্মবার। তাই শ্রাবণ মাসের রবি ও সোমবার ভিড় উপচে পড়ে তারকেশ্বরে। তারকেশ্বর বৈদ্যবাটি রোডে পুণ্যার্থীদের ভিড় থাকায় চাঁপাডাঙ্গা হয়ে তারকেশ্বর মন্দিরে আসেন রুজিরা। দুধপুকুরে হাত পা ধুয়ে মন্দিরের গর্ভ গৃহের বাইরে থেকেই পুজো দেন। পরিবারের মঙ্গল কামনায় পুজো দিতে এসেছিলেন বলেই জানা গেছে।