হাওড়া, ২৪ মার্চ:- হাওড়া জেলার আসন্ন শিল্প পার্কগুলিতে আগামী দিনে প্রচুর টাকার বিনিয়োগ আসবে এবং সেই বিনিয়োগগুলি বাস্তবায়িত হলে বহু মানুষের কর্মসংস্থান হবে। শুক্রবার হাওড়ার শরৎ সদনে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সিনার্জি সম্মেলনে এসে একথা জানান রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, ‘আগামী দু’তিন বছরে হাওড়ার আসন্ন শিল্প পার্কগুলিতে প্রায় ৪ হাজার ৪৫০ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে। এছাড়া গোটা জেলা জুড়ে শিল্প ও উদ্যোগ খাতে আরও ৬,৭৫০ কোটি টাকার বিনিয়োগ আসতে পারে। এর ফলে বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১১,২০০ কোটি টাকা। এই বিনিয়োগগুলি বাস্তবায়িত হলে শুধু প্রায় এক লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখানে কর্মসংস্থানের সুযোগ পাবেন’। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আরও বলেন, হাওড়া জেলা রাজ্যের শিল্প মানচিত্রে একটা আলাদা জায়গা দখল করে রয়েছে। জেলায় ২৭টি MSME ক্লাস্টার কাজ করছে। এই সরকার ক্ষমতায় আসার পর MSME সেক্টরে ভালো কাজ হয়েছে। এই জেলা টেক্সটাইল শিল্পেও আগামী দিনে সামনের সারিতে আসবে।
এই জেলায় আরও শিল্প বিনিয়োগ হবে এবং কর্মসংস্থান বাড়বে বলে আশা করা যায়। রাজ্য সরকার অবিরাম কাজ করছে। সিনার্জি কনক্লেভ নিয়মিত করা হচ্ছে। রাজ্য সরকার বিভিন্নভাবে সহায়তা করছে। ক্লাস্টার উন্নয়নের ক্ষেত্রেও রাজ্য সরকার সাহায্য করছে। ১১,২০০ কোটি টাকার বিনিয়োগ আসবে। ১ লক্ষ ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এদিন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, হাওড়াকে এশিয়ার শেফিল্ড বলা হতো। হাওড়ার শিল্পে আবার জোয়ার এসেছে। উদ্যোগপতি শিল্পপতিরা হাওড়ায় শিল্প গড়ুন। আমরা সকলে সহযোগিতা করব। অন্যদিকে, ওই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে বলেন, গত কয়েক বছর ধরে সিনার্জি হচ্ছে। হাওড়ায় এটি দ্বিতীয় সিনার্জি। ব্যাঙ্কগুলোকেও আমরা যুক্ত করেছি। হাওড়া খুব গুরুত্বপূর্ণ জেলা। এখানে এশিয়ার বৃহত্তম হোসিয়ারি পার্ক। গত বছরে ঘোষণা হয় স্কুল ইউনিফর্ম প্রোজেক্ট। লোকাল ইন্ডাস্ট্রিকে রাজ্য সরকার সাপোর্ট করছে। আরও নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে এখানে। এদিনের সিনার্জিতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সমবায় মন্ত্রী অরূপ রায়, বিধায়ক ডা: নির্মল মাজি, বিদেশ বসু, পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, জেলাশাসক মুক্তা আর্য, পুর কমিশনার ধবল জৈন, MSME & Textile দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে,,জেলা পরিষদের সহ সভাপতি অজয় ভট্টাচার্য প্রমুখ।