সুদীপ দাস, ২৩ ডিসেম্বর:- হারিটে বিজেপির ঘোষিত পঞ্চায়েত ডেপুটেশান কর্মসূচীতে পা মেলালো হারিট অঞ্চলের স্থানীয় সিপিএমের কর্মীরা। এদিন সকাল ১১টা নাগাত হরপুর তেমাথা থেকে মিছিল করে বিজেপির মন্ডল সভাপতি অর্ঘ চক্রবর্তীর নেতৃত্বে বিজেপির স্থানীয় নেতাকর্মীরা ওই মিছিলে পামেলাতে এসে উপস্থিত হয় সিপিএমেরও স্থানীয় নেতাকর্মীরা।
মিছিল যায় হারিদ পঞ্চায়েত পর্যন্ত এবং সেখানে বেশ কিছুক্ষন স্লোগান শটিং হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি ১০০ দিনের কাজের টাকা দেয় সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে। উপস্থিত ছিলেন হুগলী সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ সভাপতি গোপাল উপাধ্যায় সম্পাদক ধীরাজ বিশ্বাস তপশিলি মোর্চা সহ-সভাপতি পুরনো সরকার ও অন্যান্য নেতৃত্বরা বেশ কিছু কোন স্লোগান হওয়ার পর মন্ডল সভাপতি অর্গ চক্রবর্তী নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সাধ্য ফাদার দাবির স্মারকলিপি প্রদান করেন।